স্বদেশ ডেস্ক:
ভারতে সিনেমা নিয়ে বিতর্ক নতুন কিছু নয়। গত বছরই দেশটিতে প্রবল বিতর্ক তৈরি হয় ‘পাঠান’ ও ‘দ্য কেরালা স্টোরি’ নিয়ে। বিতর্কের ভয়ে ওটিটি প্ল্যাটফর্মগুলো অনেক হিসাব–নিকাশ করে সিনেমা মুক্তি দেয়। তাতেও শেষ রক্ষা হলো না। প্রবল বিতর্কের মুখে নেটফ্লিক্সে মুক্তির পরও সরিয়ে নেওয়া হলো দক্ষিণি সিনেমা ‘অন্নপুরাণী: দ্য গডেস অব ফুড’। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের।
হিন্দু সেবা পরিষদ নামের একটি গোষ্ঠী ভারতের মধ্যপ্রদেশের ছবির অভিনেত্রী নয়নতারা ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছে।
প্রবল বিতর্কের মধ্যে ছবির অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জি স্টুডিওজ এর মধ্যেই দুঃখ প্রকাশ করেছে। এক বিবৃতিতে তারা জানিয়েছে, বিতর্কিত দৃশ্যগুলো সরিয়ে ছবিটি পুনরায় মুক্তি দেওয়া হবে। তবে এ বিষয়ে ছবির প্রধান অভিনেত্রী নয়নতারার বক্তব্য পাওয়া যায়নি।