বুধবার, ১৫ মে ২০২৪, ১১:৫৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জ্যামাইকায় বাংলাদেশী মালিকানাধীন নতুন সুপার মার্কেট ‘মার্কেট ফ্রেশ’ উদ্বোধন

জ্যামাইকায় বাংলাদেশী মালিকানাধীন নতুন সুপার মার্কেট ‘মার্কেট ফ্রেশ’ উদ্বোধন

স্বদেশ ডেস্ক:

নিউইয়র্ক সিটির বাংলাদেশী অধ্যুষিত জ্যামাইকায় হিলসাইড এভিনিউতে উদ্বোধন হলো বাংলাদেশী মালিকানাধীন নতুন সুপার মার্কেট ‘মার্কেট ফ্রেশ’। ১৪৯-১৯ হিলসাইড এভিনিউতে প্রতিষ্ঠিত মার্কেটটির উদ্বোধন উপলক্ষ্যে দোয়া মাহফিল আয়োজন করা হয়। শুক্রবার (১২ জানুয়ারী) বাদ জুমা আয়োজিত দোয়া মাহফিলে কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ অর্ধ শতাধিক প্রবাসী বাংলাদেশী ও অন্যান্য কমিউনিটির ক্রেতারা উপস্থিত ছিলেন। খবর ইউএনএ’র।দোয়া পর্বের শুরুতে নতুন প্রজন্মের আদনানের পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের পর স্বাগত বক্তব্য রাখেন মার্কেটটির কর্ণধার, বিশিষ্ট রাজনীতিক ইলিয়াস খান। এছাড়াও কমিউনিটির পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন কমিউনিটি অ্যাক্টিভিষ্ট মোহাম্মদ শহীদুল্লাহ ও জাকির এইচ চৌধুরী। এময় মার্কেটটির অপর কর্ণধার ভুলু ছাড়াও কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

দোয়া মাহফিলের প্রথম পর্বে দোয়া পরিচালনা করেন ইমাম আব্দুল মুকিত এবং দ্বিতীয় পর্বে দোয়া পরিচালনা করেন জ্যামাইকা মুসলিম সেন্টার (জেএমসি)-এর ইমাম ও খতিব মওলানা মির্জা আবু জাফর বেগ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আশরাফুল হাসান বুলবুল। উল্লেখ্য, জ্যামাইকার কাওরানবাজার সুপার মার্কেটের কর্ণধার ইলিয়াস খান ও ভুলু ‘মার্কেট ফ্রেশ’-এরও কর্ণধার।বিশিষ্ট ব্যবসায়ী ইলিয়াস খান বার্তা সংস্থা ইউএনএ’র সাথে আলাপকালে বলেন, কাওরান বাজার সুপার মার্কেটের দ্বিতীয় শাখায় ডাকাতি হওয়ার পর মার্কেটটি দীর্ঘদিন বন্ধ রাখতে হয়। কিন্তু আমাদের গ্রাহক সহ জ্যামাইকাবাসীদের সুবিধার কথা বিবেচনা করে আমরা ‘মার্কেট ফ্রেস’ নামে সপরিসর আকারে মার্কেটটি চালুর সিদ্ধান্ত নেই। নিউইয়র্কের শরিয়া বোর্ড অনুমোদিত হালার মাংস সহ নিত্য প্রয়োজনীয় সকল কিছুই এই মার্কেটে পাওয়া যাবে। বলা যায় এটি একটি ‘ওয়ান স্টপ’ সাপর মার্কেট, যেখানে এক ছাতার নীচে সবকিছুই পাওয়া যাবে। তিনি জানান মার্কেটটির উদ্বোধনী দিনে গ্রাহকদের জন্য ‘মেগা সেল’ ছাড়াও আগামীতে বিশেষ সেল থাকবে ‘মার্কেট ফ্রেশ’।

  

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877