স্বদেশ ডেস্ক:
ভারতের রাজধানী দিল্লিতে চলতি শীত মৌসুমে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। আজ শনিবার সকালে দিল্লির তাপমাত্রা ৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়।এমন পরিস্থিতিতে দেশটির আবহাওয়া বিভাগ দিল্লি, পঞ্জাব এবং হরিয়ানায় রেড অ্যালার্ট জারি করেছে।
এর আগের রাতে দিল্লির তাপমাত্রা ৩ দশমিক ৯ ডিগ্রি রেকর্ড করা হয়। ইন্ডিয়া টুডেসহ ভারতের একাধিক গণমাধ্যমের খবরে এসব তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, শুধু দিল্লি নয়, উত্তর ভারতে হাড়-কাঁপানো ঠাণ্ডা অনুভূত হচ্ছে। আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত এমন কনকনে ঠাণ্ডা থাকবে বলে জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ।
ব্যাপক কুয়াশার কারণে শুক্রবার রাত থেকে এ পর্যন্ত দেশের বিভিন্ন স্থান থেকে দিল্লিগামী ১৮টি ট্রেন ১ থেকে ৬ ঘণ্টা দেরিতে এসে পৌঁছেছে। একই কারণে দিল্লির বিমানবন্দর থেকেও বেশ কিছু ফ্লাইট নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে ছেড়েছে।