স্বদেশ রিপোর্ট: নিউইয়র্ক সিটির মিনি বাংলাদেশ খ্যাত জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় পবিত্র ঈদ উপলক্ষ্যে চাঁদ রাতে বাংলাদেশীদের উপচে পড়া ভীড় দেখা যায়। চাঁদ রাতে হাতে মেহেদী রাঙাতে নিউইয়র্ক সিটির বিভিন্ন এলাকা থেকে সন্ধ্যা থেকে জ্যাকসন হাইটসে বাংলাদেশীরা পরিবারদের সাথে নিয়ে জড়ো হতে থাকে।
একমাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদের চাঁদ দেখা দেয়ার সাথে সাথে নিউইয়র্কে বসবাসরত মুসলিমদের মনে আনন্দের বন্যা বয়ে যায়। ডাইভারসিটি প্লাজার আশপাশে মেহেদী রাঙানোর স্টলসহ জামা-কাপড়, ইমিটেশনের গয়না বিক্রির স্টল বসে-সেগুলোতে উপচে পড়া ভীড় লক্ষ্য করা যায়।
বাংলা ভাষায় প্রকাশিত বিভিন্ন পত্রিকার সম্পাদকদের সহায়তায় এবং জ্যাকসন হাইটসের বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানের পৃষ্ঠপোষকতায় পবিত্র ঈদ উপলক্ষ্যে চাঁদ রাতের দিন এক আনন্দানুষ্ঠানের আসর বসে ডাইভারসিটি প্লাজার মূল চত্বরে। রমজানের ওই রোজা শেষে এলো খুশির ঈদ-বিদ্রোহী কবি নজরুলের রচিত গানটি দিয়ে শুরু হয়ে গানের আসর। নিউইয়র্কের বিশিষ্ট শিল্পীরা এতে অংশ নেন। নিউইয়র্ক শিল্পকলা একাডেমীর প্রতিষ্ঠাতা সভাপতি এবং বাংলাদেশ সোসাইটির সংস্কৃতি সম্পাদক মনিকা রায়ের সঞ্চালনায় গানের অনুষ্ঠানটি চলে প্রায় মধ্যরাত পর্যন্ত। ৪ জুন মঙ্গলবার ডাইভারসিটি প্লাজায় পবিত্র ঈদ-উল-ফিতর-এর ৪টি জামাত অনুষ্ঠিত হবে বলে ঘোষনা দেয়া হয়। এছাড়াও নিউইয়র্কসিটির মুসলিম অধ্যুষিত এলাকা জ্যামাইকা, ওজোনপার্ক, ব্রুকলীন, ব্রংকস্-এর বিভিন্ন মসজিদে পবিত্র ঈদ-উল-ফিতরের অনুষ্ঠিত হবে বলে জানা যায়।