স্বদেশ ডেস্ক:
গাজা যুদ্ধে হামাসের বিরুদ্ধে ইসরাইল হেরে গেছে বলে স্বীকার করেছেন সাবেক ইসরাইলি চিফ অফ স্টাফ ড্যান হ্যালুটজ। মঙ্গলবার (২৬ ডিসেম্বর) কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, ড্যান হ্যালুটজ বলেছেন, ইসরাইল হামাসের বিরুদ্ধে যুদ্ধে হেরে গেছে। নেতানিয়াহু সরকারের পদত্যাগই এখন একমাত্র ঘুরে দাঁড়ানোর পথ।
প্রতিবেদনে আরো বলা হয়, ইসরাইলের হাইফা নগরীতে সরকারবিরোধী বিক্ষোভকারীদের সাথে কথোপকথনকালে তার এই মন্তব্য রেকর্ড করা হয়। এরপর ইসরাইলি গণমাধ্যম চ্যানেল ১৪ তা প্রচার করে। তার এই ভিডিও দেখে দর্শকদের অনেকেই ভূয়সী প্রশংসা করে।
সূত্র : আল জাজিরা