বুধবার, ০৮ জানুয়ারী ২০২৫, ১১:৩৯ অপরাহ্ন

প্রথম দিনে ব্যালট পেপার গেল ১৩ জেলায়

প্রথম দিনে ব্যালট পেপার গেল ১৩ জেলায়

স্বদেশ ডেস্ক:

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ব্যালট পেপার জেলায় জেলায় পর্যায়ে পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন (ইসি)। সোমবার ঢাকার তিনটি প্রেস থেকে প্রথম ধাপে ১৩ জেলার ৫২টি আসনের জন্য ব্যালট পেপার, ব্যালট বক্স এবং স্ট্যাম্প প্যাডসহ ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে।

তেজগাঁওয়ের বিজি প্রেস থেকে সোমবার ব্যালট পাঠানো হয় বিভিন্ন জেলায়

ব্যালট পেপার জেলায় জেলায় পাঠানোর কাজ চলবে আগামী চারদিন। ব্যালট বাক্স ও পেপার জেলা প্রশাসকের ট্রেজারিতে পুলিশি নিরাপত্তা ব্যবস্থায় গচ্ছিত থাকবে। ৭ জানুয়ারি ভোটের দিন সকালে সেগুলো ভোটের কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হবে।

নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব মো. শাহজালাল জানান, প্রথম দিন তেজগাঁওয়ে গভর্নমেন্ট প্রেস থেকে পঞ্চগড়, মেহেরপুর, গাইবান্ধা, মাগুরা, কুষ্টিয়া ও রাঙামাটি এবং বিজি প্রেস থেকে চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ভোলা ও ঝালকাঠিতে ব্যালট পাঠানো হয়েছে।

এছাড়া সিকিউরিটি প্রিন্টিং প্রেস থেকে পটুয়াখালী, বরগুনা ও নেত্রকোনা জেলার জন্য ব্যালট পেপার পাঠানো হয়েছে।

মো. শাহজালাল বলেন, রাঙামাটি, বান্দরবান এসব জেলা অনেক দূরে। এসব জেলায় ব্যালট পেপার পাঠাতে অনেক সময় লাগে, এমনকি হেলিকপ্টারেও পাঠাতে হয়। পথের দূরত্ব বিবেচনা করেই ব্যালট পেপার এবার দ্রুত বিতরণ শুরু করল ইসি।

জেলায় জেলায় ব্যালট পেপার ও বাক্সসহ নির্বাচনী সামগ্রী পাঠাতে নিরাপত্তা কোনো শঙ্কা রয়েছে কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সংশ্লিষ্ট জেলা থেকে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাচন কমিশনের একজন কর্মকর্তা এসেছেন। সঙ্গে রয়েছে পুলিশ। নিরাপত্তার খাতিরে মোবাইল টিমও বহরে থাকবে।

ইসিকে ভোটের জন্য আসনভিত্তিক ভোটার সংখ্যার সমান ব্যালট পেপার ছাপাতে হয়। ব্যালটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম ও প্রতীক থাকে। এবার ৩০০ আসনে ভোটার রয়েছেন ১১ কোটি ৯৬ লাখের বেশি ভোটার এবং সারা দেশে এবার ১ হাজার ৯০০ প্রার্থী রয়েছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877