শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪, ০৯:২৬ অপরাহ্ন

নৌকায় ভোট না দিলে বাসার পানি-বিদ্যুৎ-গ্যাস বন্ধের হুমকি

নৌকায় ভোট না দিলে বাসার পানি-বিদ্যুৎ-গ্যাস বন্ধের হুমকি

স্বদেশ ডেস্ক:

নারায়ণগঞ্জ-১ (রূপগঞ্জ) আসনে নৌকা মার্কায় ভোট না দিলে ভোটারদের বাড়ির পানি-বিদ্যুৎ-গ্যাস বন্ধের হুমকি দিয়েছেন রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভূঁইয়া মাসুম।

রুপগঞ্জ মুড়াপারা এলাকায় নৌকা প্রতীকের প্রার্থীর পক্ষে আয়োজিত এক উঠান বৈঠকে তিনি এমন হুমকি দেন। তার দেওয়া ওই বক্তব্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে শেখ ফরিদ ভূঁইয়া মাসুমকে বলতে শোনা যায়, ‘নৌকা মার্কায় আপনাদের ভোট দিতে হবে। এটা আপনারা মনে রাইখেন। নয়তো আপনাদের এই যে পানি আছে, বিদ্যুৎ আছে, গ্যাস আছে, এগুলো কিন্তু কিছু থাকবে না। এগুলা কিচ্ছু থাকব না, ঠিক আছে? আপনারা একটা জিনিস মনে রাখবেন, নৌকায় ভোট না দিলে খবর আছে।’

ওই ভিডিও ভাইরালের পর আজ রবিবার বিকেলে তৃণমূল বিএনপির মহাসচিব ও রূপগঞ্জ আসনের তৃণমূল বিএনপির প্রার্থী তৈমুর আলম খন্দকার বলেন, ‘আমি বর্তমানে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন আয়োজিত প্রার্থীদের মতবিনিময় সভায় আছি। রূপগঞ্জে নৌকায় ভোট না দিলে ছাত্রলীগ নেতা কর্তৃক রূপগঞ্জের ভোটারদের পানি, বিদ্যুৎ ও গ্যাস বন্ধ করে দেওয়ার যে হুমকি দেওয়া হয়েছে, সে বিষয়টি প্রশাসনের কাছে উপস্থাপন করেছি।’

এই বিষয়ে জানতে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ফরিদ ভুঁইয়া মাসুমের মোবাইলে কল দেওয়া হলে তা বন্ধ পাওয়া যায়। তবে নিজের ফেসবুকে একটি ভিডিও পোস্ট করে আগের বক্তব্যের ব্যাখ্যা দিয়ে তিনি বলেন, ‘ভিডিওটি কেটে আমার কথা বিকৃতি করেছে বিএনপি-জামায়াত। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য, নির্বাচন বানচালের জন্য রূপগঞ্জের একটি কুচক্রী মহল উঠে পড়ে লেগেছে। এ বিষয়ে সবাই সোচ্চার থাকবেন।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877