বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২:৫১ পূর্বাহ্ন

ওআইসিভুক্ত দেশগুলোকে ইসরাইলি জাহাজ নিষিদ্ধের আহ্বান হাউছিদের

ওআইসিভুক্ত দেশগুলোকে ইসরাইলি জাহাজ নিষিদ্ধের আহ্বান হাউছিদের

স্বদেশ ডেস্ক:

ইসলামি সহযোগিতা সংস্থা-ওআইসিভুক্ত দেশগুলোকে ইসরাইলি জাহাজ নিষিদ্ধের আহ্বান জানিয়েছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হাউছি।

শুক্রবার (২৩ ডিসেম্বর) মধ্যপ্রাচ্যভিত্তিক নিউজ ওয়েবসাইট মিডল ইস্ট মনিটরের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হাউছি গোষ্ঠীর মুখপাত্র মোহাম্মদ আবদুল সালাম বলেন, ইসরাইল যতদিন গাজায় গণহত্যা বন্ধ না করবে, মালয়েশিয়ার মতো সবারই ইসরাইলি পণ্যবাহী জাহাজগুলো নিষিদ্ধ করা উচিৎ।

তিনি তার এক এক্স পোস্টে বলেন, হাউছিদের এ অভিযান কেবল জায়োনিস্টদের বিরুদ্ধে। এতে অন্যরা উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। তবে গাজার আগ্রাসন বন্ধ করার জন্য সমগ্র বিশ্বকেই এই পন্থা অবলম্বন করা উচিৎ। জায়োনিস্টদেরকে বৈশ্বিক আইনশৃঙ্খলা ভঙ্গ করার অনুমতি দেয়া উচিৎ নয়।

তিনি আরো বলেন, লোহিত সাগরে মার্কিন নেতৃত্বাধীন আন্তর্জাতিক জোট মোতায়েন করার অর্থ হলো এই অঞ্চলে সঙ্ঘাতকে আরো সম্প্রসারণ করা। একইসাথে এটি ইসরাইলি প্রধানমন্ত্রী বেনইয়ামিন নেতানিয়াহুকেও একটি লাইফলাইন দেয়া হবে। তাই এ বিষয়ে বিশ্বকে এখনই সতর্ক হতে হবে।

এ সময় তিনি ইসরাইলি পণ্যবাহী জাহাজগুলো নিষিদ্ধ করার ব্যাপারে মালয়েশিয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানান।

সূত্র : মিডল ইস্ট মনিটর

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877