লন্ডনের একটি মসজিদে হামলার চেষ্টা চালানোর সময় এক ব্যক্তিকে আটক করেছে উপস্থিত জনতা। একটি হাতুড়ি নিয়ে ওই ব্যক্তি নামাজিদের ওপর হামলার চেষ্টা চালায় বলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে।
পুলিশ জানায়, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে ওয়েস্ট লন্ডনের সাউথালের হেইস রোডে অবস্থিত মসজিদের নামাজিদের ওপর হাতুড়ি নিয়ে হামলার চেষ্টা চালান এক ব্যক্তি। এ সময় নামাজিরা তাকে আটক করেন। এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি। এ ছাড়া ঘটনাটি সন্ত্রাসের সঙ্গে সংশ্লিষ্ট নয় বলেও পুলিশ জানায়।
মেট্রোপলিটন পুলিশ জানায়, ৩৮ বছর বয়সী এক ব্যক্তি মানুষের ওপর হামলার চেষ্টা চালায়। ঘটনাস্থলে পুলিশ পৌঁছানোর আগেই নামাজিরা তাকে আটক করেন। পরে গুরুতর শারীরিক ক্ষতি হতে পারতো এমন সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে ওয়েস্ট লন্ডন থানা হেফাজতে রাখা হয়েছে।
মনে করা হচ্ছে, ঘটনার আগে কোনও একদিন নামাজিদের সঙ্গে তার বিতর্ক হয়েছিল। এর জের ধরে তিনি হামলার চেষ্টা চালিয়েছেন।