রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ১২:১২ পূর্বাহ্ন

বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড

বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে সিরিজ জিতল নিউজিল্যান্ড

স্বদেশ ডেস্ক:

সিরিজের দ্বিতীয় ম্যাচেও হারল বাংলাদেশ। ৭ উইকেটে জিতেছে নিউজিল্যান্ড। ফলে তিন ম্যাচের সিরিজ অনায়াসে জিতে নিলো কিউইরা।

এর আগে বাংলাদেশ সময় বুধবার ভোর ৪টায় টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ।

সৌম্য সরকারের দুর্দান্ত ব্যাটিংয়ে ২৯১ রান করে বাংলাদেশ।

১৬৯ রানের ইনিংসে ১৫১ বলে ২২টি চার আর ২টি ছক্কা হাকান তিনি।

সৌম্য ছাড়া আর বলার মতো রান করেছেন মুশফিকুর রহীম। তিনি করেছেন ৪৫ রান। এছাড়া মিরাজ করেছেন ১৯ রান।

নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি এবং উইলিয়াম ও রক ৩টি করে উইকেট নিয়েছেন।

জবাবে ২৯২ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে ২২ বল বাকি থাকতে ২৯৬ রান করে সিরিজ নিজেদের করে নেয় নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৯৫ রান করেন হেনরি নিকোলাস। ৮৯ করেন ওপেনার উইল ইয়াং।

বাংলাদেশের হাসান মাহমুদ দু’টি উইকেট তোলেন।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877