সোমবার, ২০ মে ২০২৪, ০৭:২৩ পূর্বাহ্ন

রংপুরবাসীকে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ

রংপুরবাসীকে জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ

স্বদেশ রিপোর্ট ॥ জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ এর মৃত্যুতে রংপুর ৩ আসন শূন্য হওয়ায় শূন্য আসনে উপ নির্বাচন গত ৫ই অক্টোবর অনুষ্ঠিত হয়। উপ নির্বাচনে রাহগির আল মাহি সাদ এরশাদকে লাঙ্গল মার্কায় ভোট দিয়ে বিপুল ভোটে জয় করায় রংপুর বাসীকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা।
এই উপলক্ষ্যে গত ৬ই অক্টোবর রোজ রবিবার সন্ধ্যা ৮ ঘটিকায় জ্যাকসন হাইটস্থ ঢাকা গার্ডেন রেষ্টুরেন্টে এক সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখার সভাপতি হাজী আবদুর রহমান ও পরিচালনা করেন আবু তালেব চৌধুরী চান্দু। সভায় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এম.এ মুনিম চৌধুরী বাবু, উপদেষ্টা সৈয়দ শওকত আলী, গিয়াস মজুমদার, সিনিয়র সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য জসিম উদ্দিন চৌধুরী, সহ সভাপতি ও কেন্দ্রীয় সদস্য এডভোকেট হারিস উদ্দিন আহমেদ, সহ সভাপতি রফিক উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আসেফ বারী টুটুল, সাংগঠনিক সম্পাদক ওসমান চৌধুরী, যুগ্ম প্রচার সম্পাদক ওয়াহিদ ফেরদৌস, মহিলা নেত্রী শাহানাজ বেগম, বীণা বর্মণ, ছাত্র সমাজের সভাপতি ফরহাদ চৌধুরী, যুব সংহতি শাখার রহিম প্রমুখ।
রংপুরবাসী প্রয়াত নেতা এরশাদ সাহেবের প্রতি সম্মান জানান, নির্বাচিত সাদ এরশাদকে অভিনন্দন জানান। বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান রংপুর-৩ আসনে জাতীয় পার্টির প্রার্থীকে সমর্থন দিয়ে আওয়ামীলীগ প্রার্থী প্রত্যাহার করায়। তাহাতে প্রমাণ করে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের প্রিয় নেতা প্রয়াত পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদ সাহেবকে মৃত্যুর পর সম্মান জানান। দেশে এখন যেভাবে দুর্নীতি বিরোধী অভিযান পরিচালিত হচ্ছে তাহা জাতীয় পার্টি সমর্থন জানান। সাবেক সংসদ মুনিম চৌধুরী বাবু বলেন, জাতীয় পার্টির আহ্বায়ক কমিটি যদি ৯০ দিন অতিক্রম করে তাহা হইলে তাহারা আর আহ্বায়ক কমিটি ব্যবহার করিতে পারিবে না। আমি দেশে গিয়ে চেয়ারম্যান সাহেবের সাথে বিস্তারিত আলোচনা করিব জাতীয় পার্টি যুক্তরাষ্ট্র শাখা নিয়ে। আপনারা সবাই নেতা এরশাদ সাহেবের প্রতিষ্ঠা জাতীয় পার্টির সম্মান বজায় রাখিবেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877