মঙ্গলবার, ১৫ জুলাই ২০২৫, ১১:৩৬ অপরাহ্ন

নিউইয়র্কের আসসাফা ট্রাভেল অ্যান্ড ট্যুরস’র হাজী সংবর্ধনা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বুধবার, ৯ অক্টোবর, ২০১৯

স্বদেশ রিপোর্ট ॥ নিউইয়র্কে আসসাফা ট্রাভেল অ্যান্ড ট্যুরস’র আয়োজনে সদ্য হজ্ব থেকে আসা হাজীদের সম্মানে এক সংবর্ধনার আয়োজন করা হয়। গত ৬ অক্টোবর রোববার সন্ধ্যায় ব্রঙ্কসের ১৯২৪ ম্যাকগ্র এভিনিউর শাহজালাল দারুস সুন্নাহ জামে মসজিদে নবাগত হাজীদের সম্মানে অভ্যর্থনা, মাহফিল ও ডিনারের আয়োজন করা হয়। আসসাফা ট্রাভেল অ্যান্ড ট্যুরস’র আয়োজনে এবার ৫০ জন হাজী হজ্জ্বব্রত পালন করেন। মাহফিলে হাজীরা আসসাফা ট্রাভেল অ্যান্ড ট্যুরস’র সুব্যবস্থাপনার প্রশংসা করে তাদের হজ্জ্বব্রত পালনের অভিজ্ঞতা বর্ণনা করেন।
আসসাফা ট্রাভেল অ্যান্ড ট্যুরস’র প্রেসিডেন্ট এবং শাহজালাল দারুস সুন্নাহ জামে মসজিদের ইমাম হাফিজ ইবাদুর রহমান চৌধুরীর পরিচালনায় এ অনুষ্ঠানে হজ্ব পালনের পদ্ধতি, বিধিবিধান ও তাৎপর্য নিয়ে বিশদ আলোচনা হয়। এতে মূল আলোচক ছিলেন পার্কচেস্টার জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম।
আলোচনায় বলা হয়, হজ্ব একাধারে দৈহিক, আর্থিক ও আত্মিক ইবাদত। সম্পদশালী, শারীরিক ও মানসিকভাবে সুস্থ ব্যক্তির জন্য জীবনে একবার হজ্ব আদায় করা ফরজ। কবুল হজের একমাত্র পুরস্কার সুনিশ্চিত জান্নাত।
মাহফিলে নবাগত হাজীরা তাদের হজ্জ্বব্রত পালনের অভিজ্ঞতা বর্ণনা ছাড়াও ভবিষ্যতে হজ্জ্ব গমণেচ্ছুদের উদ্দেশ্যে কিছু পরামর্শ তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার নাসির উদ্দিন আহমেদ, রেহানুজ্জামান রেহান, শাইখ আবদুল্লাহ প্রমুখ। পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ লোকমান। গজল পরিবেশন করেন মাওলানা অলিউর রহমান।
অনুষ্ঠানে বিশ্ব মানবতার সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ মঈনুল ইসলাম ও হাফিজ আবদুল মুনাফ তরাফদার। বিপুল সংখক মুসল্লী সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আসসাফা ট্রাভেল অ্যান্ড ট্যুরস’র প্রেসিডেন্ট হাফিজ ইবাদুর রহমান চৌধুরী পবিত্র ওমরাহ্ ও হজ্ব পালন বিষয়ে তার সাথে যোগাযোগের অনুরোধ জানিয়েছেন। যোগাযোগ : ইউএসএ : ৬৪৬-২৭০-৬৪৩৮ ও ৭১৮-৫৯৭-৬৪৩৮ এবং কেএসএ : ০৫০৮৪৭৫৯১৪। ঊসধরষ : ধংংধভধঃৎধাবষ১@মসধরষ.পড়স, ডবন : িি.িধংংধভধ.পড়স

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ