শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:০৯ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের সেমিনারে বক্তারা : শহীদ জিয়ার আদর্শ অনুস্মরণ করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে

যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের সেমিনারে বক্তারা : শহীদ জিয়ার আদর্শ অনুস্মরণ করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে

স্বদেশ ডেস্ক:

যুক্তরাষ্ট্র জিয়া পরিষদ আয়োজিত ‘বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়া এবং বর্তমান গণতন্ত্রের সংকট’ শীর্ষক এক সেমিনারে বক্তারা ক্ষতাসীন আওয়ামী লী সরকারের অগণতান্ত্রিক কর্মকান্ডের সমালোচনা করে বলেছেন, শেখ হাসিনার সরকার গণতন্ত্রেও নাশে স্বৈরাচারী কায়দায় দেশ পরিচালনা করছেন। শেখ মুজিবের মতো একদলীয় ‘বাকশাল’ কায়েমের লক্ষ্যে একদলীয় নির্বাচন অনুষ্ঠানের পায়তারা করছে। সরকার দেশ আর দেশের জনগণ নয়, বরং দল আর নিজেদের স্বার্থ রক্ষায় ফ্যাসিবাদী ভূমিকায় অবতীর্ণ হয়েছে। অথচ দেশের আপামর মানুষ জিয়াউর রহমানের ডাকে সারা দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মহান মুক্তিযুদ্ধ করে দেশ স্বাধীন করেছে, পাকিস্তানের বিরুদ্ধে জয়ী হয়েছে। বক্তারা একাত্তুরে শহীদ জিয়ার দেশপ্রেমের আদর্শ অনুস্মরণ করে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে সকল জাতীয়তাবাদী শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান উপর গুরুত্বারোপ করেন। খবর ইউএনএ’র।সিটির জ্যাকসন হাইটসের একটি রেষ্টুরেন্টে রোববার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় আয়োজিত জিয়া পরিষদের সেমিনারে প্রধান অতিথি ছিলেন যুক্তরাষ্ট্র বিএনপি’র প্রতিষ্ঠঅতা সভাপতি ডা. মজিবুর রহমান মজুমদার। সংগঠনের আহ্বায়ক, কেন্দ্রীয় জিয়া পরিষদের ভাইস চেয়ারম্যান ও যুক্তরাষ্ট্র বিএনপি’র সাবেক সহ সভাপতি সামসুল ইসলাম মজনুর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনার সঝ্চালনা করেন যুক্তরাষ্ট্র জিয়া পরিষদের সদস্য সচিব জাকির হাওলাদার।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন ড. মিজানুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী মেডিক্যাল কলেজের সাবেক ছাত্রনেতা ড. দেওয়ান জাহিদ। অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ সেলিম, বিএনপি নেত্রী রিটা রহমান, যুক্তরাষ্ট্র বিএনপি নেতা মোশাররফ হোসেন সবুজ, গিয়াস উদ্দিন, বদরুল হক আজাদ, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ছাত্রদলে সাবেক নেতা মাজহারুল ইসলাম প্রমুখ। সেমিনারে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন হানিফ চৌধুরী, প্রফেসর সাদি আজাদ, আলমগীর হোসেন, হারুন অর রশীদ ও মোশাররফ হোসেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877