স্পোর্টস ডেস্ক:
ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) বল ও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি অলরাউন্ডার সাকিব আল হাসান।
তার ব্যর্থতার দিনে সোমবার ভোরে প্রথম কোয়ালিফায়ারে গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে বার্বাডোজ ট্রাইডেন্টস হেরেছে ৩০ রানে।
সাকিব ৪ ওভারে ৪৬ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। আর ব্যাট হাতে করেন ৯ বলে মাত্র ৫ রান।
অবশ্য এদিন বার্বাডোজের সবগুলো বোলারের ওপরই স্টিম রোলার চালিয়েছেন আমাজনের ব্যাটসম্যানরা। বিশেষ করে ব্র্যান্ডন কিং। নামের সাথে কাজের মিল ঘটিয়ে রাজকীয় এক ইনিংস উপহার দেন তিনি।
টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারতি ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১৮ রানের পাহাড়সম রান জমা করে আমাজন।
সবচেয়ে বিস্ফোরক ব্যাটিং করেন ব্র্যান্ডন কিং। তার উইলো থেকে আসে ৭২ বলে ১১টি ছক্কা ও ১০টি চারে ১৩২* রানের ঝলমলে ইনিংস।
এছাড়া অধিনায়ক শোয়েব মালিক ৩২, হেমরাজ ২৭ এবং নিকোলাস পুরান ৩ বলে ২টি ছক্কায় ১২* রানের ইনিংস উপহার দেন।
সাকিব প্রথম ৩ ওভারে মাত্র ১৭ রান দিলেও নিজের শেষ ওভারে দেন ২৯ রান।
জবাব দিতে নেমে বার্বাডোজের ইনিংস থামে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৮ রানে। জোনাথন কার্টার ২৬ বলে ৪৯, অধিনায়ক জেসন হোল্ডার ১৫ বলে ২৯ এবং ইংলিশ ওপেনার অ্যালেক্স হেলস ১৯ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস খেললেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।
এই জয়ে সোজাসুজি ফাইনালের টিকিট পেয়েছে শিমরন হেটমায়ার, শোয়েব মালিক, ব্র্যান্ডন কিংদের আমাজন। দ্বিতীয় কোয়ালিফায়ারে সাকিবের বার্বাডোজ মুখোমুখি হবে ত্রিনবাগো নাইট রাইডার্সের।
সূত্র : ইউএনবি