বুধবার, ১৫ মে ২০২৪, ০৬:৩৭ পূর্বাহ্ন

যে কারণে হামাসকে ধন্যবাদ দিল রাশিয়া

যে কারণে হামাসকে ধন্যবাদ দিল রাশিয়া

স্বদেশ ডেস্ক:

ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসকে ধন্যবাদ জানিয়েছে রাশিয়া। আজ বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল দুইজন রুশ জিম্মিকে মুক্তি দিয়েছে হামাস। তারা ইসরায়েল হামাস যুদ্ধবিরতির বন্দীবিনিময় চুক্তির আওতায় ছিল না বলে জানিয়েছে রাশিয়া। এক বিবৃতিতে রাশিয়ার মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়ে, ‘হামাস আন্দোলনের নেতৃত্বের সঙ্গে সমঝোতার ভিত্তিতে ২৯ নভেম্বর আমাদের রাশিয়ানদের মুক্তি দেওয়া হয়েছে।’

বিবৃতিতে আরও বলা হয়, আমাদের অনুরোধের ভিত্তিতে হামাস নেতৃত্বের ইতিবাচক প্রতিক্রিয়ার কারণে আমরা তাদের প্রতি কৃতজ্ঞ। গাজায় আরও জিম্মি রাশিয়ানদের দ্রুত মুক্তির ব্যবস্থা করতে আমরা পদক্ষেপ নিচ্ছি।’

৭ অক্টোবর ইসরায়েলি ভূখণ্ডে হামলা চালায় হামাস। এতে ১২০০ ইসরায়েলি নাগরিক প্রাণ হারায়। জবাবে গাজা উপত্যকায় নির্বিচারে হামলা শুরু করে ইসরায়েল। বিমান হামলা ও স্থল অভিযানে ১৫ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ৩০ হাজারেরও বেশি। তাদের বেশিরভাগই বেসামরিক। সামরিক হতাহত এড়াতে বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছিল। গত ২২ নভেম্বর মধ্যস্থতাকারী কাতার জানায়, বেশ কিছু শর্ত মেনে দুই পক্ষ রাজি হয়েছে।

পরবর্তীতে যুদ্ধবিরতির মেয়াদ দুই দিনের জন্য বাড়ানো হয়। এর মধ্যে শর্ত অনুযায়ী হামাস মোট ৮১ জন জিম্মিকে মুক্তি দিয়েছে, ইসরায়েল দিয়েছে ১৮০ জন ফিলিস্তিনি। আজ বৃহস্পতিবার সকাল ১১টায় যুদ্ধবিরতি শেষ হওয়ার কথা ছিল। ১০ মিনিট আগে তারা একদিন বাড়ানোর ব্যাপারে একমত হয় বলে জানিয়েছে মধ্যস্থতাকারী দেশ কাতার।

এক বিবৃতিতে কাতার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি বলেন, ‘ফিলিস্তিনি ও ইসরায়েল পূর্ব শর্ত মেনে একদিন যুদ্ধবিরত বাড়ানোর ব্যাপারে ঐকমত্যে পৌঁছেছ। এই সময়ে যুদ্ধবন্ধ থাকবে এবং গাজা উপত্যকায় মানবিক ত্রাণ প্রবেশ করবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877