রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:২৪ অপরাহ্ন

নয় বছর বয়সী ফিলিস্তিনি শিশুকে মৃত্যুদণ্ড দিলো ইসরাইল

নয় বছর বয়সী ফিলিস্তিনি শিশুকে মৃত্যুদণ্ড দিলো ইসরাইল

স্বদেশ ডেস্ক:

নয় বছর বয়সী এক ফিলিস্তিনি শিশুকে মৃত্যুদণ্ড দিয়েছে দখলদার ইসলাইল। এই ঘটনাকে ‘ঠাণ্ডা মাথায় হত্যা’ বলে অভিহিত করেছেন অধিকৃত ফিলিস্তিনি নিযুক্ত জাতিসঙ্ঘের বিশেষ প্রতিবেদক ফ্রান্সেসকা আলবানিজ।

বুধবার জেনিনে একটি শিশু হত্যার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলে আলবানিজ লেখেন, ‘এই শিশুকে ইসরাইল ঠাণ্ডা মাথায় হত্যা করেছে। এতে প্রমাণিত হয় যে ইসরাইলের দখলে কোনো ফিলিস্তিনি নিরাপদ নয়।’

একই অভিযানে ইসরাইলি বাহিনী বাসিল সুলেমান আবু আল-ওয়াফাকেও (১৫) হত্যা করে।

উল্লেখ্য, ওই শিশুর হত্যাকাণ্ডের মধ্য দিয়ে ৭ অক্টোবর থেকে অধিকৃত পশ্চিমতীরে ইসরাইলি বাহিনী এবং সশস্ত্র বসতি স্থাপনকারীদের নিহতদের সংখ্যা ২৩০ জনে পৌঁছেছে।

সূত্র : আলজাজিরা

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877