স্বদেশ ডেস্ক:
দ্বাদশ নির্বাচনের তফসিল বাতিল ও সরকারের পদত্যাগসহ একদফা দাবিতে বিএনপি-জামায়াতে ইসলামীর ঘোষিত হরতাল কর্মসূচি চলছে।
সকাল ৭টায় হরতালের সমর্থনে গুলশান ১ নম্বরে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর নেতৃত্বে মিছিল, সড়ক অবরোধ ও পিকেটিং করে নেতাকর্মীরা।
এসময় আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপির স্বাস্থ্য সম্পাদক ডা. মোঃ রফিকূল ইসলাম, মানিকগঞ্জ জেলা বিএনপি’র সহ-সভাপতি ড. খোন্দকার আকবর হোসেনসহ (বাবলু) বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এদিকে সকাল ৮টায় রুহুল কবির রিজভীর নেতৃত্বে উত্তরায় জনপদ রোডে পিকেটিং করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির নেতাকর্মীরা। এ সময় বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।