রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৬ অপরাহ্ন

গাজীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ২ কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ

গাজীপুরে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ২ কাভার্ডভ্যানে অগ্নিসংযোগ

স্বদেশ ডেস্ক:

গাজীপুরে ঢাকা-বাইপাস সড়কে বৃহস্পতিবার সকালে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দু’টি কাভার্ডভ্যানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।

নগরীর গাছা থানার অফিসার ইনচার্জ মো: শাহ আলম প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, কাভার্ডভ্যান দু’টি নগরীর মোগরখাল এলাকা থেকে ধীরাশ্রম ও জাঝর এলাকার মাঝামাঝি পৌঁছালে দু’টি মোটরসাইকেল যোগে চার থেকে পাঁচজন যুবক ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গাড়ির গতিরোধ করে। পরে পেট্রোল ঢেলে আগুন দিয়ে দ্রুত পালিয়ে যায়। তারা হেলমট পরা ছিল।

ওসি বলেন, আমরা সিসি টিভির ফুটেজ পেয়েছি। নম্বরবিহীন মোটরসাইকেলে আরোহিত যুবকরা হেলমেট পরা থাকায় চিহ্নিত করা যাচ্ছে না। তবুও আমরা তাদের চিহ্নিত করার জন্য অনুসন্ধান চালাচ্ছি। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877