বুধবার, ২৮ মে ২০২৫, ০৯:৩১ অপরাহ্ন

স্ট্রং ওমেন্স কমিউনিটির সেহেরি মাহফিল ২০১৯ অনুষ্ঠিত

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : সোমবার, ৩ জুন, ২০১৯

৩১শে মে ২০১৯ রোজ শুক্রবার দিবাগত রাত্রি ১ম জুন ২০১৯ স্ট্রং ওমেন্স কমিউনিটির প্রেসিডেন্ট মনিকা হকের আয়োজনে  এবং মোহাম্মদ মজের তত্বাবধায়নে পবিত্র  সেহেরি মেহফিল এক আড়ম্বর সমাগমের মধ্যে অনুষ্ঠিত হলো আমেরিকার নিউইয়র্কে ব্রন্সের পার্কচেস্টারে বাংলাগার্ডেন রেস্টুরেন্টে । এই সেহেরি মেহফিলে রাত একটা থেকেই সংগঠনের সদস্যবৃন্দ এবং সম্মানিত ব্যক্তিবর্গ আসতে শুরু করেন। নির্ধারিত সময় ২:৪৫ মিনিটেই সেহেরি করার জন্য সবাই একত্রিত হন এবং এবং সেহেরি মেহফিল উদযাপন করেন।উপস্হিত ব্যক্তিবর্গের মধ্যে মনিকা হক,আলমগির হোসেন,আনিসুর রহমান,নিয়াজ শুভেচ্ছা বক্তব্য রাখেন।এই মেহফিলে প্রথম আলো উত্তর আমেরিকা ইব্রাহিম চৌধুরী,সাখাওয়াত হোসেন সেলিম,নাসিমা সুলতানা ফ্লোরা, মোহাম্মদ মজ,নিয়াজ,আব্দুল হাকিম,ফাজার,সোলায়মান,রুবেল,শফিউল্লাহ,শিরিন বেগম,ইবতিহাজ্ব,আল-মুকতাদির,আল-ওয়ালিদ,আলমগির,এম ডি খালেক,রুকসার রহমান,রজিনা আক্তার,নাজমা ইকবাল ,আনিস,নুপুর এবং গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্হিত ছিলেন।এই মেহফিলে সবাই পরিবেশ পরিচ্ছন্নতা বিষয়ক মতবিনিময় করেন এবং গ্লোবাল ওয়ার্মিং বন্ধের জন্য প্রয়োজনিয় সচেতনতা গ্রহন করার জন্য সবাইকে আহ্বান জানান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ