স্বদেশ ডেস্ক:
আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন ৯টি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নেতারা।
জানা যায়, দলগুলোর ১৪ শীর্ষ নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে আসন্ন নির্বাচনের পরিবেশ নিয়ে আলোচনা করেছেন। তারা অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে গৃহীত পদক্ষেপের জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।
দলগুলোর মধ্যে সাতটি নিবন্ধিত এবং দুটি অনিবন্ধিত। নিবন্ধিত দলগুলো হলো: ইসলামী ফ্রন্ট, খেলাফত আন্দোলন, ইসলামী ঐক্যজোট, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল), ইসলামিক ফ্রন্ট, বাংলাদেশ সুপ্রিম পার্টি (বিএসপি) এবং জমিয়তে উলামায়ে ইসলাম। অনিবন্ধিত দলগুলো হলো: বাংলাদেশ ইসলামী ঐক্যজোট এবং আশেকানে আউলিয়া ঐক্য পরিষদ।
এদিকে জমিয়ত মহাসচিব বলছেন, জোট নির্বাচনে অংশগ্রহণ করবে না। শাহীনুর পাশা ব্যক্তিগতভাবে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন।