স্বদেশ ডেস্ক:
রাজধানীর বিজয়নগর মোড়ে আজমেরী পরিবহন নামে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ বৃহস্পতিবার দুপুরে বাসটিতে আগুন দেয়ার খবর পায় ফায়ার সার্ভিস।
বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক।
তিনি বলেন, দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে আজমেরী গ্লোরি পরিবহনের একটি বাসে আগুন দেয়ার সংবাদ পেয়ে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের দু’টি ইউনিট পাঠানো হয়। দুপুর ১টা ১০ মিনিটে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।