স্বদেশ ডেস্ক:
ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস নিয়ন্ত্রিত গাজায় ইন্দোনেশীয় হাসপাতালে বিমান হামলার ঘটনা ঘটেছে। ওই হাসপাতালের পরিচালক বলেছেন, ‘ইসরায়েলি বাহিনীর এই বিমান হামলায় অন্তত ১০ জন নিহত হয়েছে।’ আজ সোমবার বিবিসির লাইভ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পরবর্তী সময়ে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহত হয়েছে ১২ জন। মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল-কুদরা বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘নিহত ছাড়াও হামলায় আরও কয়েক ডজন আহত হয়েছে।’
গাজায় এক মাসের বেশি সময় ধরে যুদ্ধ চলছে। এতে অবিরাম হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বাহিনী। সোমবার পর্যন্ত নিহতের সংখ্যা ১৩ হাজার ছাড়িয়েছে। আহত হয়েছে ২৭ হাজারের বেশি।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে, নিহতদের ৭০ শতাংশই নারী ও শিশু। গত ৭ অক্টোবর গাজা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে হামাস। তাদের দাবি, মাত্র ২০ মিনিটের মধ্যে ইসরায়েলে পাঁচ হাজার রকেট ছুড়েছে। সেইসঙ্গে হামাসের যোদ্ধারা ইসরায়েলের সীমান্ত ভেদ করে দেশটিতে তাণ্ডব চালায়।
এতে ইসরায়েলে নিহত হয়েছে ১২০০জন। আহত তিন হাজারের বেশি। সেইসঙ্গে ২৪০ জনকে জিম্মি করে হামাসের যোদ্ধারা। এরপর থেকেই গাজায় হামলা চালিয়েছে যাচ্ছে ইসরায়েল।