মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৫১ অপরাহ্ন

রাজধানীতে ককটেল বিস্ফোরণে সিএনজিতে আগুন

রাজধানীতে ককটেল বিস্ফোরণে সিএনজিতে আগুন

স্বদেশ ডেস্ক

রাজধানীর পুরান ঢাকায় ককটেল বিস্ফোরণে সিএনজিচালিত একটি অটোরিকশায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ রবিবার সকাল সাড়ে ৮টায় কাজী আলাউদ্দিন রোডের ওয়ানস্টার হোটেলের সামনে এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজাহান শিকদার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুরান ঢাকার কাজী আলাউদ্দিন রোডের ওয়ানস্টার হোটেলের সামনে একটি সিএনজিতে ককটেল বিস্ফোরণে আগুন লাগে। খবর পেয়ে সিদ্দিকবাজার ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে আগুন নেভায়।

একতরফা জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে ও সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা ৪৮ ঘণ্টার হরতাল শুরু হয়েছে। আজ সকাল ৬টা থেকে আগামী মঙ্গলবার (২১ নভেম্বর) ভোর ৬টা পর্যন্ত সারাদেশে সর্বাত্মক এই হরতাল কর্মসূচি চলবে।

এর আগে গত সপ্তাহে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের অধীনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রতিবাদে এ হরতাল ডাকা হয়।

বিএনপির এই কর্মসূচিতে সমর্থন জানিয়ে পৃথকভাবে হরতাল পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ যুগপৎ আন্দোলনের শরীক গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, বাংলাদেশ গণঅধিকার পরিষদ, লেবার পার্টি ও এলডিপি।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877