বুধবার, ২৯ মে ২০২৪, ০৫:০৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
হরতালের সমর্থনে ঢাকাসহ সারাদেশে মিছিল

হরতালের সমর্থনে ঢাকাসহ সারাদেশে মিছিল

স্বদেশ ডেস্ক:

ঘোষিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল বাতিল এবং সরকার পতনের একদফা দাবিতে আজ রবিবার সকাল ৬টা থেকে সারাদেশে ৪৮ ঘন্টার হরতাল শুরু হয়েছে। বিএনপি, জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট, এলডিপি, গণফোরাম ও পিপলস পার্টি, গণঅধিকার পরিষদ (নুর) ও গণঅধিকার পরিষদ (রেজা), বাংলাদেশ লেবারপার্টিসহ সমমনা রাজনৈতিক দল এই হরতাল পালন করছে। এছাড়া আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) হরতালকে সমর্থন জানিয়ে রাজপথে কর্মসূচি করছে।

সকালে হরতালের সমর্থনে রাজধানীর গ্রীনরোডে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মিছিল করেছে। সংগঠনের সিনিয়র সহ-সভাপতি ইয়াছিন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে মিছিল হয়। এতে অংশ নেন স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম রফিক, কামরুজ্জামান বিপ্লব, সরদার নুরুজ্জামান, ড. মফিদুল ইসলাম, কাজী মোক্তার হোসেন, জেড আই কামাল, আলাউদ্দিন জুয়েল, মোর্শেদ আলাম, আসাদুজ্জামান আসাদ, আবু মাসুম ভুঁইয়া, শাহ আলম টিপু, মামুন হাশেমী দীপু, পলাশ, ইমদাদুল হক মজুমদার, সাইদুজ্জামান পাশা, মোস্তাফিজুর রহমান মামুন, মোবারক মিতুল, তুহিন সরকার, ঢাকা মহানগর উত্তরের তানভীর কবির শৈবাল, নুরে আলম হবি, মাসুদ রানা তুষার, সাঈদ, কায়েস প্রমুখ।

হরতাল সমর্থনে ফকিরাপুল এলাকায় ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের নেতৃত্বে মিছিল হয়েছে। এতে আরো অংশ নেন ছাত্রলের সহ-সভাপতি মারুফ এলাহী রনি ও শ্যামল মালুম, যুগ্ম সম্পাদক শাহজাহান শাওন, সহ-সাধারণ সম্পাদক কাজী সামসুল হুদা, নাসরিন রহমান পপি, সহ-সাংগঠনিক সম্পাদক দেওয়ান পলাশ, ছাত্রী বিষয়ক সম্পাদিকা মানসুরা আলম, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক আমান উল্লাহ, তারেক হাসান মামুন, নূর আলম ভূঁইয়া ইমন, বিজয় ৭১ হল ছাত্রদলের সহ-সভাপতি আলমগীর হোসেন আলম, সার্জেন্ট জহুরুল হক হল ছাত্রদলের যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইকরাম খান, সাইফ উল্লাহ সাইফ, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল ছাত্রদলের যুগ্ম সম্পাদক উবায়দুল্লাহ রিদওয়ান, কবি জসীম উদ্দীন হল ছাত্রদলের প্রচার সম্পাদক তানভীর বারী হামীম, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সাবেক সদস্য সাইফুল ইসলাম সজীব, ঢাকা জেলা উত্তরের সাবেক সদস্য সচিব সজীব রায়হান, ঢাকা কলেজ ছাত্রদলের সহ সভাপতি শাহাবউদ্দিন ইমন, সহ সাংগঠনিক সম্পাদক রাসেল, সহ দপ্তর সম্পাদক দেওয়ান নিয়ন, আক্তারুজ্জামান ইলিয়াস হলের সাংগঠনিক সম্পাদক নাদিম খান, সদস্য রাকিব রায়হান। এছাড়াও মিছিলে অংশ নেন তিতুমীর কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক কাজী সাইফুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক আবদুল হামিদ, আঁখি হল তিতুমীর কলেজ এর সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক যুগ্ম-সম্পাদক মোঃ উবায়দুল্লাহ্ নাঈম, যুগ্ম-সম্পাদক মোঃ জাকির হাসান নাঈম, সহ-সাধারণ সম্পাদক মঞ্জুরে মাওলা সিজান চৌধুরী, ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক সাখাওয়াত ইবনে আলী সায়েম, ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম ইমরান প্রমুখ।

হরতালের সমর্থনে পুরান ঢাকায় মিছিল করেছে কবি নজরুল সরকারি কলেজ ছাত্রদল।

বিএনপি নেত্রী ব্যারিস্টার শাকিলা ফারজানার তত্ত্বাবধানে চট্টগ্রামের হাটহাজারীতে স্থানীয় উপজেলা ও পৌরসভা যুবদলের নেতাকর্মীরা মিছিল করেছে।

এছাড়াও হরতালের সমর্থনে কক্সবাজার, মেহেরপুর, বগুড়া, ঝিনাইদহ, মাদারীপুর, চট্টগ্রাম মহানগর, জামালপুরসহ বিভিন্ন জেলা ও মহানগরে মিছিল হয়েছে। হরতালের আগের দিন গতকাল শনিবারও রাজধানীসহ সারাদেশে হরতাল সমর্থনে মিছিল হয়েছে।

এদিকে হরতাল সমর্থনে রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল করেছে জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর শাখা। এছাড়াও ঢাকার বাইরেও বিভিন্ন মিছিল করেছে দলটি।

জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য দেলাওয়ার হোসেনের নেতৃত্বে রাজধানীর নাজিম উদ্দিন রোডে হরতালের সমর্থনে মিছিল হয়েছে। এতে অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শূরা সদস্য মাওলানা আবু আনাস আব্দুল্লাহ, মাওলানা এম এ আজাদ, আবু আব্দুল্লাহ, আব্দুর রহমান, আল আমিন, নুর ইসলাম প্রমুখ।

রাজধানীর মতিঝিল এলাকায় হরতালের সমর্থনে মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি অধ্যাপক ড. মু. আবদুল মান্নানের নেতৃত্বে মিছিল হয়েছে। এতে অংশ নেন দক্ষিণের মজলিসে শূরা সদস্য আবু আম্মার, গিয়াস উদ্দিন, নুর উদ্দিন ও মুতাসিম বিল্লাহ প্রমুখ।

হরতালের সমর্থনে রাজধানীর যাত্রাবাড়ীর ধোলাইপাড় মোড় এলাকায় দক্ষিণের কর্মপরিষদ সদস্য ড. মোবারক হোসাইনের নেতৃত্বে মিছিল হয়েছে। এতে অংশ নেন মহানগর মজলিসে শূরা সদস্য এম এ রহিম, এস বিল্ললাহ, নওশেদ ফারুক, মহিউদ্দিন, মতিউর রহমান প্রমুখ।

রাজধানীর ডেমরায় হরতাল সমর্থনে মহানগর দক্ষিণেও হরতাল সমর্থনে মিছিল হয়েছে। এতে অংশ নেন ঢাকা মহানগর দক্ষিণের মজলিসে শূরা সদস্য ইঞ্জিনিয়ার মোহাম্মদ আলী, আবু জয়নব, মো. হেলাল উদদীন, আবুল বাসার, মোজাফফর হোসাইন, মাও দেলোয়ার হোসেন, ইঞ্জি: তমিজ উদ্দীন, জসিম উদদীন প্রমুখ।

হরতালের সমর্থনে মহানগর দক্ষিণের কর্মপরিষদ সদস্য শামসুর রহমানের নেতৃত্বে বাসাবো বিশ্বরোড এলাকায় মিছিল হয়েছে। এতে অংশ নেন জামায়াত নেতা আবু নাবিল, মতিউর রহমান, আব্দুল বারী, বনি ইয়ামিন, ইসহাক, অ্যাডভোকেট রিয়াজ উদ্দিন, শেখ আবু নূর মোহাম্মদ প্রমুখ।

রাজধানীর হাজারীবাগ এলাকায় হরতাল সমর্থনে দক্ষিণের কর্মপরিষদ সদস্য অধ্যাপক নুরনবী মানিকের নেতৃত্বে মিছিল হয়েছে। এতে আরো অংশ নেন জামায়াত নেতা শহিদুল ইসলাম সোহেল, মুজিবুর রহমান খান ও শ্রমিক নেতা সাইফুল ইসলাম প্রমুখ।

হরতাল সমর্থনে ঢাকা মহানগর উত্তর রাজধানীর বিভিন্ন স্থানে মিছিল করেছে। উত্তরের সহকারি সেক্রেটারি মাহফুজুর রহমানের নেতৃত্বে মিছিল হয়েছে মিরপুর-২ বাসস্ট্যান্ড থেকে মসজিদ মার্কেট পর্যন্ত। এতে আরো অংশ নেন জামায়াত নেতা নকীব ফেরদাউস, এম ইসলাম মৃধা, গাজী হাফিজ, রিমন তমাল, জামাল উদ্দীন, ছাত্রনেতা ইমরান হাসান প্রমুখ।

বাড্ডা এলাকায় হরতালের সমর্থনে উত্তরের সহকারী সেক্রেটারি নাজিম উদ্দিন মোল্লার নেতৃত্বে মিছিল হয়েছে। এতে অংশ নেন মহানগর উত্তরের মজলিসে শূরা সদস্য মাওলানা কুতুবউদ্দিন, এম রহমান ও আব্দুস সবুর ফরহাদ প্রমুখ।

হরতালের সমর্থনে উত্তরের মজলিশে শূরার সদস্য এফ আহমেদের নেতৃত্বে রামপুরা এলাকায় মিছিল হয়েছে।

উত্তরের শূরা সদস্য মশিউর রহমানের নেতৃত্বে হরতাল সমর্থনে মোহাম্মদপুরে মিছিল হয়েছে। এতে অংশ নেন জামায়াত নেতা আনিসুর রহমান, আব্দুল হাদী, আবু তালহা, মাওলা সিরাজুল ইসলাম, সালাহ উদ্দিন, ইত্তিজা হাসান।

হরতালের সমর্থনে রাজধানীর মিরপুর ১৩ মিছিল করেছে জামায়াত। এতে অংশ নেন জামায়াত নেতা আলাউদ্দিন মোল্লা এ করিম, আহসান হাবীব, আশিকুর রহমান, আবু মুসআব, আলি হোসেন ও ছাত্রনেতা গোলাম রাব্বানী প্রমুখ। হরতাল সমর্থনে গুলশানের লিংক রোডে মিছিল হয়েছে। এতে অংশ নেন ঢাকা মহানগরীর মজলিসে শূরা সদস্য মাহমুদুর রহমান আজাদ, আবু রায়হান ও আবু জুনাইদ প্রমুখ। হরতাল সমর্থনে মিরপুর ১১ তে উত্তরের মজলিসে শূরা সদস্য আবু হানিফের নেতৃত্বে মিছিল হয়েছে। হরতালের সমর্থনে উত্তরা, দক্ষিণখান এলাকায়ও মিছিল করেছে জামায়াত।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877