বগুড়া-৬ আসনে উপনির্বাচনে জিএম সিরাজকে ধানের শীষ প্রতীকের চিঠি দিয়েছে বিএনপি।
রোববার বিকালে গুলশানের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধানের শীষ প্রতীকের চিঠি জিএম সিরাজকে দেন।
একাদশ নির্বাচনে বগুড়া-৬ আসনে খালেদা জিয়ার পক্ষে প্রতিদ্বন্দ্বিতা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
দলীয় সিদ্ধান্তে দলের ৫ নির্বাচিত সদস্য শপথ গ্রহন করলেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর শপথ নেননি দলের সিদ্ধান্তেই। দলের পক্ষে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই সিদ্ধান্ত দেন।
আগামীকাল বগুড়া-৬ উপনির্বাচনের তফসিল অনুযায়ী প্রতীক বরাদ্ধ করবে রিটার্নিং অফিসার। এরআগে জিএম সিরাজ দলের মনোনয়ন নিয়ে প্রতীকের চিঠি পেলেন।
আগামী ২৪ জুন বগুড়া- ৬ আসনে ভোট গ্রহন হবে।
জিএম সিরাজ সাবেক সাংসদ এবং বগুড়া বিএনপির আহবায়কের দায়িত্ব পালন করছেন।