স্বদেশ ডেস্ক:
ফরিদপুরের ভাঙ্গায় বার্ষিক ফায়ারিং অনুশীলনে অংশ নিতে যাওয়ার পথে সিএনজিচালিত-মাহেন্দ্র উল্টে দুই পুলিশ সদস্য নিহত হয়েছেন। এতে আরো আহত হয়েছেন তিন পুলিশ ও মাহেন্দ্রচালক।
শুক্রবার (১৭ নভেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে ফরিদপুরের ঢাকা-বরিশাল মহাসড়কের পুকুরিয়ায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ভাঙ্গা হাইওয়ে থানার নায়েক নাজমুল হোসেন ও কনস্টেবল নাসির উদ্দিন।
আহতদের মধ্যে রয়েছেন কনস্টেবল জাকির হোসেন, ইব্রাহিম সরদার ও মিথোয়াইচিং মারমা। চালকের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বার্ষিক ফায়ারিং অনুশীলনে অংশ নিতে ভোরে ভাঙ্গা থেকে একটি সিএনজিচালিত-মাহেন্দ্রযোগে পাঁচ পুলিশ সদস্য ফরিদপুর যাচ্ছিল। পথিমধ্যে পুকুরিয়ায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারালে সেটি মাহেন্দ্রটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই দুই পুলিশ সদস্যের মৃত্যু হয়।। এছাড়া গুরুতর আহত হন মাহেন্দ্রচালক ও বাকি তিন পুলিশ সদস্য। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠায়। তাদের একজনের অবস্থা আশঙ্কাজনক।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়ারুল ইসলাম জানান, ঘটনার পর পুলিশ সদস্যদের সাথে থাকা সরকারি অস্ত্র উদ্ধার করা হয়েছে। একটি চায়না রাইফেলের কাঠের অংশ ভেঙে গেছে। তবে কারো কাছে কোনো গুলি ছিল না। চালক গা ঢাকা দিয়েছেন এ ঘটনার পর থেকে।