শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৭:১৭ অপরাহ্ন

রাত জেগে মোবাইল ব্যবহারের ভয়াবহতা ……???

রাত জেগে মোবাইল ব্যবহারের ভয়াবহতা ……???

স্বদেশ ডেস্ক: বেশ কিছুদিন ধরেই চোখে বেশ সমস্যা হচ্ছে তোর্সার। চোখ লাল, চোখ দিয়ে জল পড়া তো আছেই। সেই সঙ্গে চোখে ব্যথা। দেখতে অসুবিধা হচ্ছে। পরে ভেবেছিল বোধহয় দূষণ আর ঘুম ঠিকমতো না হওয়ার জন্য হচ্ছে। এরপর শারীরিক সমস্যা আরও বাড়ায় চিকিৎসকের কাছে যায় তোর্সা। চিকিৎসক যা বললেন তা শুনে তো তোর্সার মাথায় হাত। দূষণ এবং চোখের রক্তচাপ হঠাৎ করে বেড়ে গিয়ে রক্তজালিকা ছিঁড়ে গিয়েছে। এমনকী দুটো চোখ শুকনো হয়ে যাচ্ছে। অর্থাৎ অশ্রুসজল ব্যাপারটা আর থাকছে না। কারণ হিসেবে তিনি প্রথমেই বললেন অতিরিক্ত মোবাইল এবং ল্যাপটপ ব্যবহারের কথা। চিকিৎসক আরও বলেন, শুধু তোর্সাই নন, এরকম বহু মানুষই এই সমস্যার ভুক্তভোগী। আপনারও কি আজকাল অতিরিক্ত মাথা ব্যথা এবং চোখের সমস্যা হচ্ছে? তাহলে এই প্রতিবেদন রইল আপনার জন্যেও।
চিকিৎসকেরা জানাচ্ছেন, রাতের বেলার শুয়ে স্মার্ট ফোনের অতিরিক্ত ব্যবহারই ডেকে আনছে বিপত্তি। কারণ ফোনের ওই নীল রং মস্তিষ্কের কাজে বাধা দেয়। ফলে ঘুম আসতে দেরি বয়। এছাড়াও চোখের মধ্যে রক্ত সঞ্চালন ব্যহত হয়। ই-বুকে একলাইন পড়তে যে সময় লাগে, বই পড়তে তার চেয়ে ১০ মিনিট কম সময় লাগে। আর রাত জেগে মোবাইল ঘাঁটলে খিদের চোটে ভুলভাল খেয়ে ফেলা হয়। যেখান থেকে টাইপ ওয়ান ডায়াবিটিসের সম্ভাবনা থাকে। শারীরিক সমস্যা তো রয়েইছে। তাই চিকিৎসকেরা পরামর্শ দিচ্ছেন, ঘুমোতে যাওয়ার দুঘন্টা আগে মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করবেন না। এতে ঘুমের ব্যাঘাত হয়। যেখান থেকে শরীরের নানা সমস্যা আসে। এমনকী দুরারোগ্য ব্যধি পর্যন্ত হতে পারে। আপনারও এই অভ্যাস থাকলে এখনই সাবধান। ঘুমোতে যাওয়ার আগে মোবাইল ব্যবহার করলে এখনই বন্ধ করুন। ই-বুক না পড়ে আলাদা করে বই পড়–ন। নেটফ্লিক্সের বদলে পর্দায় সিনেমা দেখা অভ্যাস করুন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877