শুক্রবার, ১০ জানুয়ারী ২০২৫, ০২:১৭ পূর্বাহ্ন

ইসরায়েল-হামাস যুদ্ধের প্রতিবাদে নিউইয়র্ক সিটিতে বিক্ষোভ

ইসরায়েল-হামাস যুদ্ধের প্রতিবাদে নিউইয়র্ক সিটিতে বিক্ষোভ

ধর্ম, বর্ণ ও মতামত বিদ্ধেষের ভিত্তিতে নিউইয়র্কে বেড়েই চলেছে হেইট ক্রাইম। গত অক্টোবর মাসে সিটিতে ১০১টি হেইট ক্রাইমের ঘটনা ঘটেছে, যা এর আগের মাসের তুলনায় দ্বিগুন বলছে এন্টি ডিফেমেশেন লীগ এডিএল। এদিকে, গত ৬ নভেম্বর সোমবার ব্রুকলীনে ফিলিস্তিনের স্কার্ফ পরা এক মুসলিম ব্যক্তি ও তার শিশু সন্তানের মুখে গরম কফির কাপ ছুড়ে দেয়ার ঘটনায় হামলাকারী নারীর ভিডিও প্রকাশ করেছে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট। পুলিশ বলছে, হালকা পাতলা গড়নের ওই শ্বেতাঙ্গ নারীকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
জানা যায়, নিউইয়র্ক সিটির ব্রুকলীন ব্যুরোর ডিক্যাব অ্যাভিনিউয়ের কাছে এডমন্ডস খেলার মাঠে গত ৬ নভেম্বর সোমবার রাত সাড়ে ১২টার দিকে ফিলিস্তিনি স্কার্ফ পরা এক মুসলিম যুবক তার শিশু সন্তানকে নিয়ে হাটছিলেন। এমন সময় এক শ্বেতাঙ্গ নারী তাদের দিকে তেড়ে আসে। মুসলিম যুবক ও তার সন্তানকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তাদের ওপর চড়াও হয় ওই নারী। এক পর্যায়ে তার হাতে থাকা মোবাইল ফোন ও গরম কফির কাপ ছুড়ে মারে ওই নারী। এতে ঝলসে যায় শিশুটির মুখ ।
ঘটনাটি নিজের মোবাইলে ক্যামেরাবন্দি করেন হামলার শিকার মুসলিম যুবক। এর তিনদিন পর শুক্রবার সেই ভিডিও ফুটেজ প্রকাশ করে এনওয়াইপিডি। পুলিশ বলছে, অজ্ঞাত হামলাকারী ওই শ্বেতাঙ্গ নারীকে ধরতে অভিযান চলছে।
পুলিশের প্রকাশ করা ভিডিও ফুটেজে, ব্রুকলীনে আক্রমণকারী শ্বেতাঙ্গ নারীর পরণে কালো এবং সাদা বেসবল টুপি, সানগ্লাস, একটি ধূসর স্কার্ফ এবং একটি কালো জিপ-আপ জ্যাকেট পরা অবস্থায় দেখা গেছে।
এদিকে, এন্টি ডিফেমেশেন লীগ এডিএল এর তথ্য বলছে গত হামাস-ইসরাইল যুদ্ধ শুরুর পর থেকে নিউইয়র্কে বেড়েছে হেইট ক্রাইমের সংখ্যা। গত একমাসে অর্থাৎ অক্টোবর মাসে ১০১টি হেইট ক্রাইমের ঘটনা রেকর্ড করেছে সংস্থাটি।
ইসরায়েল-হামাস যুদ্ধ ফলে নিউইয়র্ক সিটিতে প্রতিদিনই বিক্ষোভ চলছে। ক্রমবর্ধমান বিক্ষোভ নিয়ে উদ্বেগ প্রকাশ করে এনওয়াইডিপি কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধ অব্যাহত থাকায় সিটিতে সহিংসতা এবং বিক্ষোভের সংখ্যা বাড়ছে। এর ফলে সিটিতে পক্ষপাতমূলক অপরাধ বৃদ্ধি পাচ্ছে। এনওয়াইডিপি জানায়, অক্টোবরে দেশে ১০১ টি পক্ষপাতমূলক ঘটনা ঘটেছে। যা গত বছরের তুলনায় ১২৪% বেশি। গত ১০ অক্টোবর শুক্রবার এক বিবৃতিতে এনওয়াইডিপি জানায়, বৃহস্পতিবার বিক্ষোভকারীরা নিউইয়র্ক টাইমসের বিল্ডিংয়ে স্প্রে-পেইন্ট এবং লবিতে খবরের কাগজ ছুড়ে ফেলে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877