শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০১:৩০ পূর্বাহ্ন

না খেলেই ফাইনালে চলে যেতে পারে ভারত!

না খেলেই ফাইনালে চলে যেতে পারে ভারত!

স্বদেশ ডেস্ক:

টানা ৯ ম্যাচ জিতে লিগ টপার হিসেবে বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছেছে ভারতীয় ক্রিকেট দল। এবার লড়াই নকআউটের। ফাইনালের ওঠার লড়াইয়ে বুধবার নিউজিল্যান্ডের মুখোমুখি রোহিত শর্মা-বিরাট কোহলিরা। গত বিশ্বকাপের সেমিতে এই নিউজিল্যান্ডের বিরুদ্ধে হেরেই বিদায় নিতে হয়েছিল ভারতকে। এবার ঘরের মাঠে প্রতিশোধের ম্যাচ।

ভারত-নিউজিল্যান্ড সেমিফাইনাল ঘিরে বাণিজ্য নগরী বর্তমানে ক্রিকেট জ্বরে কাবু। ওয়াংখেড়ের একটি টিকিটের জন্য হাহাকার। তবে এমন একটি সমীকরণ রয়েছে যেখানে ম্যাচ না খেলেই ফাইনালে চলে যেতে পারে ভারত। আর সেমি থেকেই বিদায় নিতে হবে গত বিশ্বকাপের রানার্সআপরা।

এবার প্রশ্ন হলো কিভাবে বিনা খেলেই ফাইনালে যেতে পারে ভারতীয় দল। সেক্ষেত্রে বৃষ্টি হতে হবে ওয়াংখেড়েতে। বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনালের জন্য রিজার্ভ ডে রেখেছে আইসিসি। ওয়াংখেড়েতে যদি বৃষ্টির কারণে বুধবার ম্যাচ না হলেও বৃহস্পতিবার হবে খেলা। কিন্তু যদি দু’দিনই বৃষ্টির কারণে খেলা না হয় তখনই সরাসরি ফাইনালে পৌঁছে যাবে ভারত।

আইসিসির নিয়ম অনুযায়ী বৃষ্টির কারণে দুই দিন খেলা ভণ্ডুল হয়ে গেলে তখন লিগ টেবিলে যে দল বেশি ভালো জায়গায় ছিল তারা চলে যাবে ফাইনালে। আর ভারত লিগ পর্বে ৯টি ম্যাচে ১০০ শতাংশ জয় পেয়ে ১৮ পয়েন্ট নিয়ে সেমিতে পৌঁছেছে। সেখানে নিউজিল্যান্ড ১০ পয়েন্ট নিয়ে চতুর্থ দল হিসেবে সেমিতে পৌঁছেছে। সেই কারণেই ম্যাচ বৃষ্টিতে ভণ্ডুল হয়ে গেলে ফাইনালে চলে যাবে ভারত।

উল্লেখ্য, ২০১১ সালে এই ওয়াংখেড়ে স্টেডিয়ামেই শ্রীলঙ্কাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল। দীর্ঘ এক যুগ পর ফের একবার সেই ওয়াংখেড়ে এবার ভারতের সামনে বিশ্বকাপের ফাইনালে ওঠার হাতছানি।
সূত্র : নিউজ ১৮

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877