স্বদেশ ডেস্ক:
কথার জাদুকর, কিংবদন্তি কথাসাহিত্যিক ও হিমু-মিসির আলির মতো বিখ্যাত সব চরিত্রের স্রষ্টা হুমায়ূন আহমেদের ৭৫তম জন্মবার্ষিকী আজ সোমবার। বাংলা ভাষার শিল্প-সাহিত্যের প্রায় সব শাখাতে মুন্সিয়ানার ছাপ রেখে গেছেন তিনি। ছোটগল্প, উপন্যাস, নাটক ও প্রবন্ধ, গান, ছবি আঁকা সব ক্ষেত্রেই তার হাতের ছোঁয়া ছিল।
কিংবদন্তি এই লেখকের জন্মদিনে পাঠকদের জন্য তার নাটকের কিছু আলোচিত সংলাপ তুলে ধরা হলো-
১. কোথায় যে গেলেন, এখনো ঠিক বুঝতে পারছি না। তবে পৃথিবীতে যে নেই, এটা বেশ বুঝতে পারছি।
নাটক- বহুব্রীহি
২. সে এক বিরাট ইতিহাস
নাটক- নীমফুল
৩. মাইরের মধ্যে ভাইটামিন আছে
নাটক- কোথাও কেউ নেই
৪. গড কি তোর একার নাকি, বল আওয়ার গড
নাটক-আজ রবিবার
৫. তোকে কফিনে শুইয়ে ডালাটা বন্ধ করে রাখা দরকার
নাটক- আজ রবিবার
৬. কথা কম কাজ বেশি
নাটক- কোথাও কেউ নেই
৭. আমার নাম কমলা, চেহারা সুন্দর তো, তাই সবাই ডাকে কমলা সুন্দরী
নাটক- অয়োময়
৮. মেয়েদের ধর্ম হলো তারা যাকে লাইক করে তাকে খুব যন্ত্রণা দেয়
নাটক- আজ রবিবার
৯. তুই রাজাকার
নাটক- বহুব্রীহি
১০. কুকুররে কুত্তা কইলে, কুকুর মাইন্ড করে
নাটক- কোথাও কেউ নেই
১১.কিছু দোয়া-কালাম পড়েছিলাম। আপনাকে একটা ফুঁ দেই?
নাটক- বুয়া বিলাস
১২. আমরা যারা ফেল করেছি, তারা এখন কী করবে?
নাটক- গৃহসুখ প্রাইভেট লিমিটেড
১৩. গাঞ্জা খেয়ে কুল পাই না, লেখাপড়া করবো কখন?
নাটক- বৃক্ষ মানব
১৪. ইয়া মুকাদ্দিমু বলে ডান পা আগে বাড়াও।
নাটক- উড়ে যায় বকপক্ষী
১৫. জগতটা বড়ই অদ্ভুদ
নাটক- নক্ষত্রের রাত