বৃহস্পতিবার, ২২ মে ২০২৫, ০২:৫৫ অপরাহ্ন

রাজধানীর মিরপুরে দিনদুপুরে বাসে আগুন

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : রবিবার, ১২ নভেম্বর, ২০২৩

স্বদেশ ডেস্ক: 

রাজধানীর মিরপুরে দিনদুপুরে একটি বাসে আগুন লাগিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার দুপুর সোয়া একটার দিকে বাসটিতে আগুন লাগানো হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিস জানিয়েছে, আজ রোববার দুপুর সোয়া একটার দিকে মিরপুর ১০ নম্বর গোল চত্বর এলাকায় প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন লাগানো হয়েছে। খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের সদর দফতর থেকে পাঠানো এক খুদে বার্তায় এ তথ্য জানানো হয়।

উল্লেখ্য, বিএনপিসহ বিরোধী দলগুলো আজ চতুর্থ দফায় সারা দেশে ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধ শুরু করেছে। আজ সকাল ৬টা থেকে শুরু হয়ে আগামী মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত এ অবরোধ চলবে।

সকালে ফায়ার সার্ভিস জানায়, রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় গতকাল রাত ৮টা থেকে আজ সকাল ৬টা পর্যন্ত ১০ ঘণ্টায় ৯টি যানবাহনে আগুন লাগানো হয়েছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ