স্বদেশ ডেস্ক:
মানসিক অবস্থা ভালো ছিল না। তাই আত্মহত্যার পথই বেছে নেন ৩০ বছর বয়সী এক নারী। ভবনের ১৩ তলা থেকে ঝাঁপ দিয়েছিলেন তিনি। তবে সেই ঝাঁপে শুধু তারই মৃত্যু হয়নি, জীবন গেছে ৬০ বছর বয়সী এক বৃদ্ধেরও।
গতকাল শুক্রবার ভারতের আহমেদাবাদের আমরাইওয়ারি এলাকায় এমনই এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময়’র এক প্রতিবেদনে বলা হয়, ওই বৃদ্ধ সকালে হাঁটতে বেরিয়েছিলেন। এমনই দুর্ভাগ্য তার, ঠিক সে সময়ে তিনি ওই বহুতল ভবনটির নিচ দিয়ে যাচ্ছিলেন। এ সময়েই ঝাঁপ দিয়েছিলেন ওই নারী। সোজা গিয়ে পড়েন ওই বৃদ্ধের ঘাড়ে। ঘটনায় মৃত্যু হয় দুজনেরই।
ওই নারীর নাম মমতা রথি। তিনি ওই বহুতল ভবনেরই বাসিন্দা। ওই বৃদ্ধের নাম বালুভাই গামিত। তিনি ওই অঞ্চলেরই বাসিন্দা এবং প্রাক্তন স্কুল শিক্ষক।
ওই ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, বেশ কয়েকদিন ধরেই অবসাদে ভুগছিলেন ওই নারী। তবে তার ঘর থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার হয়নি।