শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৪:৪২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফোর্বসের তালিকায় ৯ বাংলাদেশি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা একসময় বিশ্বে রোল মডেল হবে চাহিদার চেয়ে ২৩ লাখ কোরবানির পশু বেশি আছে : মন্ত্রী ২০২৪-২৫ অর্থবছরে এডিপির সর্বোচ্চ ৩৮৮০৯ কোটি টাকা বরাদ্দ পাচ্ছে এলজিইডি বিদেশী সাহায্যপ্রাপ্ত প্রকল্পগুলো দ্রুত সম্পন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর দুবাইয়ে বিদেশীদের গোপন সম্পদের পাহাড়, তালিকায় ৩৯৪ বাংলাদেশীও সেলিম প্রধানকে জরিমানা, প্রার্থিতা বাতিলের নির্দেশ বহাল ফের আটকে গেলো এলিভেটেড এক্সপ্রেসওয়ের অর্থ ছাড় উপজেলা নির্বাচন জনগণের সাথে প্রতারণা করার নির্বাচন : রিজভী মালয়েশিয়ার হুমকি : হামাস নেতাদের সাথে আনোয়ারের ছবি ফেরাল ফেসবুক
উন্নয়নশীল দেশগুলোর জন্য বাংলাদেশ রোল মডেল : ভারতীয় রাষ্ট্রপতি

উন্নয়নশীল দেশগুলোর জন্য বাংলাদেশ রোল মডেল : ভারতীয় রাষ্ট্রপতি

In this handout photograph taken and released by the Indian Presidential Palace on October 5, 2019, Bangladesh's Prime Minister Sheikh Hasina (L) poses for photographs along with India's President Ram Nath Kovind at 'Rashtrapati Bhavan' presidential palace in New Delhi. (Photo by Handout / India's Presidential Palace / AFP) / RESTRICTED TO EDITORIAL USE - MANDATORY CREDIT "AFP PHOTO / INDIA'S PRESIDENTIAL PALACE" - NO MARKETING - NO ADVERTISING CAMPAIGNS - DISTRIBUTED AS A SERVICE TO CLIENTS

স্বদেশ ডেস্ক:

আর্থ-সামাজিক উন্নয়নের বিবেচনায় বাংলাদেশ উন্নয়নশীল দেশগুলোর জন্য এক রোল মডেল বলে শনিবার মন্তব্য করেছেন ভারতীয় রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। তিনি বলেন, বাংলাদেশের সাথে সম্পর্ককে ভারত সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানিয়ে ভারতের রাষ্ট্রপতি বলেন, ‘আমরা এক সাথে আমাদের অংশীদারিত্বের সোনালি অধ্যায় রচনা করছি।’

রামনাথ কোবিন্দ বলেন, দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক অত্যন্ত ভালো। ভারত এ সম্পর্ককে পারস্পরিক আস্থা ও বোঝাপড়ার ভিত্তিতে আরও জোরদার করতে গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানায় প্রেস ইনফরমেশন ব্যুরো অব ইন্ডিয়া।

‘আমাদের অংশীদারিত্ব ঐতিহাসিক, সময়ের নিরিখে পরীক্ষিত ও টেকসই, যা গড়ে উঠেছে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে,’ উল্লেখ করে তিনি বলেন, এ যাত্রায় বাংলাদেশের সঙ্গী হতে পেরে ভারত সম্মানিত। তিনি প্রত্যয় ব্যক্ত করেন যে ভারত-বাংলাদেশের দ্বিপক্ষীয় প্রকল্পগুলো একটি সংযুক্ত ও সমৃদ্ধ এলাকা সৃষ্টি করবে।

সন্ত্রাসবাদ বিষয়ে বাংলাদেশের জিরো টলারেন্স নীতির প্রশংসা করেন ভারতীয় রাষ্ট্রপতি। তিনি আরও বলেন, সন্ত্রাসবাদ, বিদ্রোহ ও হিংস্র উগ্রবাদ দমনে তাদের যৌথ প্রচেষ্টা ফল দিচ্ছে। সূত্র : ইউএনবি

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877