বুধবার, ২৯ জানুয়ারী ২০২৫, ০৪:১৯ পূর্বাহ্ন

ভারত বিশ্বকাপে সাকিবের প্রথম ফিফটি

ভারত বিশ্বকাপে সাকিবের প্রথম ফিফটি

স্বদেশ ডেস্ক:

ভারত বিশ্বকাপে প্রথম ফিফটি তুলে নিলেন অধিনায়ক সাকিব আল হাসান। আসরে প্রথমবার এই মাইলফলকে পৌঁছান তিনি। এ নিয়ে নিজের খেলা পাঁচ বিশ্বকাপের প্রতিটিতেই পঞ্চাশের দেখা পেলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। যা তার ক্যারিয়ারের ৫৬তম ফিফটি।

মাত্র ৪৬ বলে এই কীর্তি স্পর্শ করেন সাকিব। সাকিবের আগে ফিফটি পূরণ করেছেন নাজমুল হোসেন শান্তও। আসরে নিজের দ্বিতীয় অর্ধশতক তোলে শতকের পথে আছেন এই ব্যাটার। দু’জনের যুগলবন্দীতে যোগ হয়েছে ১২২ বলে ১২৭ রান।

দুজনের সাথে ছুটছে দলও। জয়ের পথেই আছে বাংলাদেশ। ২৭ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৭৩ রান। এখনো ১৩৮ বলে চাই ১০৭ রান। সাকিব ৫২ বলে ৫৫ রানে ও শান্ত ব্যাট করছেন ৮৩ বলে ৭৯ রানে।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877