স্বদেশ ডেস্ক:
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, বিএনপি নেতাদেরকে রাজনৈতিক কারণে নয়, তাদের অপরাধের কারণে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (৫ নভেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
এর আগে সকালে তিনি পুলিশ মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সঙ্গে বৈঠক করেন। পরে মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
বিএনপি নেতাদের গ্রেপ্তারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, অপরাধজনিত সংশ্লিষ্টতার কারণে বিএনপি নেতাদের ধরা হয়েছে। রাজনীতির সঙ্গে এর কোনো সংশ্লিষ্টতা নেই। রাজনীতির সঙ্গে এটার কোনো কানেকশন (সংযোগ) নেই।
পুলিশ মহাপরিদর্শকের সঙ্গে বৈঠকের বিষয়ে তিনি বলেন, আইজিপি সৌজন্য সাক্ষাতের জন্য এসেছিলেন, আমরা আমাদের সব বিষয় নিয়ে আলোচনা করেছি।