বুধবার, ১৫ মে ২০২৪, ০৭:৪১ অপরাহ্ন

সঠিকভাবে নির্বাচন হলে অংশ নেবে জাতীয় পার্টি

সঠিকভাবে নির্বাচন হলে অংশ নেবে জাতীয় পার্টি

স্বদেশ ডেস্ক: 

আসন্ন দ্বাদশ জাতীয় নির্বাচন সঠিকভাবে হলে তাতে জাতীয় পার্টি (জাপা) অংশ নেবে বলে জানালেন দলটির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জি এম) কাদের। আজ শনবিার দুপুরে জাপা চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে নিজের লেখা দুটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

জাপা চেয়ারম্যান বলেন, ‘আমরা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গেই আছি। কী হবে, তা এখনো কেউ জানে না। যদি নির্বাচন হয়, তখন আমরা সিদ্ধান্ত নেব। যতক্ষণ পর্যন্ত আমরা ঘোষণা না দিয়ে চলে যাব, ততক্ষণ পর্যন্ত আমরা নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে আছি। আমরা প্রস্তুতি নিচ্ছি। নির্বাচন যদি সঠিকভাবে হয়, তবেই আমরা নির্বাচনে অংশ নেব। যদি আমরা মনে করি সঠিকভাবে নির্বাচন হচ্ছে না, তখন আমরা ঘোষণা দিয়েই নির্বাচন বর্জন করব।’

জি এম কাদের বলেন, ‘ঘোষণাটা আমাদের তরফ থেকেই আসতে হবে। দলীয় নেতাকর্মীদের সঙ্গেই আলোচনা করে আমরা সিদ্ধান্ত নেব। নির্বাচন নিয়ে কোনো একক সিদ্ধান্ত হবে না, প্রকাশ্যে ঘোষণা দেওয়া হবে। গণমাধ্যমের সামনে ঘোষণা দেওয়া হবে- এই কারণে আমরা নির্বাচন করছি বা করছি না।’

তিনি বলেন, ‘দেশের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তো আমাদের লোক, আমরাই বানিয়েছি। তারা কোনো ভুল করলে অবশ্যই আমরা বলব। কথা বললেই শাস্তি পেতে হবে? সেজন্য আইন করা হবে? আমি ভুল বলতে পারি, কিন্তু আমার বলার অধিকার তো আছে। আমরা যেন কথা বলতে না পারি, সে জন্য আইন করা হচ্ছে। সরকার হচ্ছে কেয়ারটেকারের মতো, ভুল করলে পরিবর্তন করতে চাইব না? বাংলাদেশের মানুষের এই অধিকার এখন আর নেই।’

আজ জি এম কাদের রচিত ‘বাংলাদেশে গণতন্ত্র সোনার পাথরবাটি’-এর দ্বিতীয় খণ্ড ও ‘MISERIES OF MISCONCEIVED DEMOCRACY Volume-2’বই দুটির প্রকাশ উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  জাতীয় সাংস্কৃতিক পার্টির সভাপতি ও জাতীয় পার্টি চেয়ারম্যানের উপদেষ্টা শেরীফা কাদেরের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রকাশনা উৎসবে প্রধান অতিথির বক্তব্য দেন বিশিষ্ট লেখক, গবেষক ও কলামিষ্ট মহিউদ্দিন আহমদ, সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন জাপা মহাসচিব বীর মুক্তিযোদ্ধা মো. মুজিবুল হক চুন্নু, গ্রন্থ দুটির ওপর মূল আলোচনা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোকাম্মেল এইচ ভূঁইয়া, শুভেচ্ছা বক্তব্য দেন জাপার কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, সিনিয়র সাংবাদিক সফিকুল করিম সাবু, শাহজালাল ফিরোজ, বইয়ের প্রকাশক আবুল বাশার।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877