রবিবার, ২৫ মে ২০২৫, ০২:০২ পূর্বাহ্ন

ড্যাফোডিল শিক্ষার্থীর ‘বর্বরোচিত হত্যাকাণ্ড’, বিক্ষোভ, ভাঙচুর

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : শনিবার, ৪ নভেম্বর, ২০২৩

স্বদেশ ডেস্ক:

সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির এক শিক্ষার্থীর বর্বরোচিত হত্যাকাণ্ডের প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসের অদূরে বিরুলিয়ার আকরান বাজারে শতাধিক দোকান ভাঙচুর করেছে। বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ওই শিক্ষার্থীর মৃত্যু হয়।

নিহত শিক্ষার্থীর নাম মো. হাসিবুল ইসলাম ওরফে অন্তর। তিনি ময়মনসিংহ জেলার ভাটিপাড়ার জয়নাল আবেদীনের ছেলে। অন্তর বিশ্ববিদ্যালয়ের বস্ত্র প্রকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৭ অক্টোবর সন্ধ্যা সাতটার দিকে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অদূরে খাগান বাজারের লেগুনাস্ট্যান্ড থেকে ৮-১০ যুবক হাসিবুলকে অপহরণ করে। রাত আটটার দিকে অপহরণকারীরা একটি রিকশায় করে অজ্ঞান অবস্থায় হাসিবুলকে খাগান বাজারে ফেলে রেখে যায়। বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী হাসিবুলকে অজ্ঞান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক হাসিবুলের মাথাসহ শরীরের বিভিন্ন অংশে মারাত্মক জখম দেখতে পান।

হাসিবুলের অবস্থার অবনতি হলে তাঁকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানেও তাঁর অবস্থার উন্নতি না হলে তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বৃহস্পতিবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ