মঙ্গলবার, ১১ Jun ২০২৪, ১২:৪৩ পূর্বাহ্ন

ইলিশ ধরায় ৩৭৪ জেলের কারাদণ্ড, জরিমানা ১ লাখ ৮৩২ টাকা

ইলিশ ধরায় ৩৭৪ জেলের কারাদণ্ড, জরিমানা ১ লাখ ৮৩২ টাকা

স্বদেশ ডেস্ক:

চাঁদপুরের পদ্মা-মেঘনা নদীর অভয়াশ্রম এলাকায় নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ ধরার অপরাধে ২২ দিনে ৩৭৪ জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে টাস্কফোর্স। এছাড়াও, এ সময়ে চালানো অভিযানে ২৪ লাখ ৮৯৫ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর মধ্যরাত পর্যন্ত ইলিশসহ সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ ছিল। শুক্রবার থেকে এ নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

টাস্কফোর্স অভিযানে জেলেদের কাছ থেকে ২ দশমিক ২৯৮ মেট্রিক টন ইলিশ জব্দ করা হয়েছে। জরিমানা করা হয়েছে ১ লাখ ৮৩২ টাকা।

চাঁদপুর জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান জানান, ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং মা ইলিশ নিরাপদ প্রজনন রক্ষায় জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও কোস্টগার্ডের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

তিনি বলেন, ‘মা ইলিশ ডিম ছাড়লে এবং বড় হলে জেলেরা লাভবান হবে। তাই মা ইলিশ ধরা বন্ধে টাস্কফোর্স অভিযান অব্যাহত থাকবে।’

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877