স্বদেশ ডেস্ক:
বিশ্বকাপে বাংলাদেশ দলের সঙ্গে টিম ডিরেক্টর হিসেবে আছেন খালেদ মাহমুদ সুজন। তবে খালেদ মাহমুদ জানিয়েছেন, এবার তাঁকে দলীয় সিদ্ধান্ত গ্রহণের কোনো ক্ষমতা দেওয়া হয়নি। এই ব্যাপারটা ভারতে যাওয়ার পর বুঝতে পারেন তিনি।
সিদ্ধান্ত নেওয়ার এখতিয়ার থাকবে না বুঝতে পারলে বিশ্বকাপেই যেতেন না বলে জানিয়েছেন খালেদ মাহমুদ, ‘না আসতাম না, প্রথম কথা হচ্ছে এটা।
আমি বিশ্বকাপে আসার আগে বলেছিলাম, সেমিফাইনাল খেলব। এখন মনে হয় কোন চিন্তা করে যে বলেছিলাম!’
এবার দায়িত্বের সীমাবদ্ধতা নিয়ে খালেদ মাহমুদ আরো বলেছেন, ‘বিসিবি থেকে আমাকে যে ভূমিকা দেওয়া হয়েছে, সেটাই করার চেষ্টা করছি। প্রতিটা সফরে আমার একটা বাড়তি থাকত যে, আমি দল নির্বাচনের অংশ থাকতাম। যেটা এবার নেই।
আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা নেই। আমাকে বলে দেওয়া হয়েছে, আমি কতটুকু করতে পারব, কতটুকু পারব না। এখন ক্রিকেটিং রুল আমার না।’
ব্যাপারটা যে মানতে পারছেন না, সেটাও পরিস্কার জানিয়েছেন খালেদ মাহমুদ, ‘খুশি তো (না)…আমি তো এভাবে থাকতে চাই না।
যেহেতু আমার রক্তে ক্রিকেট। কোচিং করি এটা আমার পেশা। টেকনিক্যাল মানুষ হিসেবে গত সফরগুলোতে যে ভূমিকা ছিল, এসব থেকে আমি দূরে আছি। আমি উপভোগ করছি কিনা-না, অবশ্যই না। একটা সফরে আমি অভিভাবক হিসেবে থাকব, নিয়ম-শৃঙ্খলা বা অন্য বিষয় দেখব।
সেটা তো আমার কাজ না। সেটাও আমি দেখতাম, তবে আমি ক্রিকেট দেখতাম। এভাবে থাকতে চাইনি।’