বুধবার, ১৫ মে ২০২৪, ০৫:০৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বিএনপির সমাবেশে হামলাকারীদের আইনের আওতায় আনা হবে : ডিবি প্রধান হারুন

বিএনপির সমাবেশে হামলাকারীদের আইনের আওতায় আনা হবে : ডিবি প্রধান হারুন

স্বদেশ ডেস্ক:

গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশকালে গাড়িতে অগ্নিসংযোগ ও এক পুলিশ সদস্য নিহত হওয়ায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন রশিদ আজ শুক্রবার গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন।

তিনি বলেন, ২৮ অক্টোবর ভাঙচুর, পুলিশ হত্যা, নারী শ্রমিকদের ওপর হামলা ও যানবাহনে অগ্নিসংযোগ করার ক্ষেত্রে জড়িতদের গ্রেফতার করা হবে।

ডিবি প্রধান বলেন, ২৮ অক্টোবর ছাড়াও হরতাল-অবরোধের দিন গাড়িতে আগুন দেয়া হয়। এছাড়া রাজারবাগে পুলিশ হাসপাতালে গাড়িতে আগুন দেয়া, প্রধান বিচারপতির বাসভবনে হামলাসহ তথাকথিত আন্দোলনের নামে ধ্বংসাত্মক ঘটনার বিষয়ে তদন্ত করা হচ্ছে।

তিনি আরো বলেন, যারা আগুন লাগানো ও সহিংসতা শুরু করেছে তাদের নাম আমরা পেয়েছি। আমরা শিগগির তাদের আইনের আওতায় আনব।

হারুন আরো বলেন, ‘আমরা দীর্ঘ দিন ধরে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরীকে খুঁজছিলাম। অবশেষে আমরা তাকে গ্রেফতার করেছি। আমির খসরু পুলিশ হত্যা মামলার ৪ নম্বর আসামি। এই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।’

পুলিশ খসরুকে ১০ দিনের রিমান্ডে নেয়ার জন্য আদালতে হাজির করেছে।

আদালত তাকে জিজ্ঞাসাবাদের জন্য ছয় দিনের রিমান্ড মঞ্জুর করেন।

সূত্র : বাসস

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877