স্বদেশ ডেস্ক:
বাংলাদেশের ইসলামী আন্দোলন আওয়ামী লীগ সরকারকে ৭ দিনের মধ্যে পদত্যাগ করার আলটিমেটাম দিয়েছে। অন্যথায় কঠোর আন্দোলনের মাধ্যমে সরকারকে পদত্যাগে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছে দলটি।
শুক্রবার (৩ নভেম্বর) ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে আয়োজিত এক মহাসমাবেশে দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম এ আলটিমেটাম দেন।
সমাবেশে তিনি বলেন, বিদ্যমান রাজনৈতিক সংকট উত্তরণে সংসদ ভেঙে দিয়ে জাতীয় সরকারের অধীনে একটি সুষ্ঠু-নিরপেক্ষ জাতীয় নির্বাচন, সংখ্যানুপাতিক নির্বাচন (পিআর) পদ্ধতির প্রবর্তন ও ব্যর্থ নির্বাচন কমিশন বাতিলের দাবিতে এ সমাবেশ করছে দলটি।
সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেন, বিএনপিসহ সকল বিরোধী দলের দাবির সঙ্গে আমরা একমত। এই সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেওয়া হবে না। আওয়ামী লীগকে ক্ষমতা ছাড়তে হবে। জাতীয় সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে নির্বাচনের আয়োজন করতে হবে। ২০২৪ সালে পাতানো নির্বাচন করা যাবে না। করতে দেওয়া হবে না। এমন চেষ্টা করলে কঠোর কর্মসূচির মাধ্যমে এই সরকারকে প্রতিহত করা হবে।
সমাবেশে তিনি বিএনপিসহ সকল বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তির দাবি জানান।