বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ০৭:৪৫ পূর্বাহ্ন

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ট্রাক, নিহত ১

চুয়াডাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ট্রাক, নিহত ১

স্বদেশ ডেস্ক: 

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতবাড়িতে ঢুকে পড়েছে। এতে গাড়ির মধ্যে চাপা পড়ে সোহেল রানা (৩৩) নামে এক ট্রাকচালকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কের রোয়াকুলি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সোহেল রানা আলমডাঙ্গা পৌর এলাকার গোবিন্দপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে।

সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মধ্যরাতে একটি খালি ট্রাক চুয়াডাঙ্গা থেকে আসছিল। আলমডাঙ্গা-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কের রোয়াকুলি এলাকায় আসার পর দ্রুতগতির ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি বসতবাড়িতে ঢুকে পড়ে। এ সময় ট্রাকচালক গাড়িতে চাপা পড়েন। তিনি ঘটনাস্থলেই মারা যান। এ সময় ফায়ারসার্ভিসের কর্মীরা ট্রাকচালকের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে পাঠায়।

ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল্লাহ আল মামুন জানান, খবর পেয়ে দ্রুত সময়ের মধ্যে ঘটনাস্থলে পৌঁছে আটকে পড়া চালককে উদ্ধার করা হয়। তিনি ট্রাকের মধ্যেই মারা যান।

মুন্সিগঞ্জ ফাঁড়ি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ইউসুব আলী জানান, দুর্ঘটনাকবলিত ট্রাকটি জব্দ করা হয়েছে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলেও জানান এসআই।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877