রবিবার, ২৫ মে ২০২৫, ১২:১৭ পূর্বাহ্ন

সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজ ঘোষণা

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

স্বদেশ ডেস্ক:

বাংলাদেশ সরকারের ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সরকারি ব্যবস্থাপনায় ২০২৪ সালের হজ প্যাকেজ ঘোষণা করেছেন। আজ বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। তিনি সাধারণ এবং বিশেষ নামে দুটি প্যাকেজ ঘোষণা করেন। চাঁদ দেখা সাপেক্ষে ২০২৪ সালের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।

প্রতিমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, সাধারণ প্যাকেজের আওতায় হজের খরচ নির্ধারণ করা হয়েছে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা, গত বছরে থেকে যা ১২ হাজার ৪৫০ টাকা কম। বিশেষ প্যাকেজে আওতায় খরচ হবে ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা।

বাংলাদেশ থেকে এবার ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করার সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে পারবেন ১০ হাজার ৯৮ জন।

সাধারণ প্যাকেজের খরচ এবং যেসব সুযোগ-সুবিধা পাওয়া যাবে

বিমান ভাড়া: ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা
মক্কায় আবাসন: প্রতি কক্ষে সর্বোচ্চ ৬ জন
মদিনায় আবাসন: প্রতি কক্ষে সর্বোচ্চ ৪ জন
মিনা-আরফাহ-মুজদালিফায় আবাসন: তাঁবু

বিশেষ প্যাকেজের খরচ এবং যেসব সুযোগ-সুবিধা পাওয়া যাবে

বিমান ভাড়া: ১ লাখ ৯৪ হাজার ৮০০ টাকা
মক্কায় আবাসন: হারাম শরিফের কাছাকাছি উন্নতমানের হোটেলে ২ ও ৩ সিটের রুম
মদিনায় আবাসন: মারকাজিয়া এলাকায় ২ ও ৩ সিটের রুম
মিনা-আরফাহ-মুজদালিফায় আবাসন: তাঁবু
খাবার: বুফে

হজ উপলক্ষে ভিসা দেওয়ার কার্যক্রম শুরু হবে ১ মার্চ ২০২৪ থেকে এবং হজ ফ্লাইট শুরু হবে ৯ মে থেকে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ