রবিবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৫, ০৬:১৩ অপরাহ্ন

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ক্যাথরিনা লাভ ফর বাংলাদেশ’র উপহার সামগ্রী বিতরণ

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে ক্যাথরিনা লাভ ফর বাংলাদেশ’র উপহার সামগ্রী বিতরণ

স্বদেশ রিপোর্ট : “সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ,ধর্ম যার যার-উৎসব সবার”-গত ০১ জুন ২০১৯ দিনটি ছিলো Katrina love for Bangladesh পরিবারের জন্য একটি বিশেষ আনন্দঘন দিন। ঢাকার বিভিন্ন রাস্তার অসহায় গরিবদের মধ্যে Katrina love for Bangladesh-এর পক্ষ থেকে উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রী পেয়ে অসহায় গরীবরা সকলেই অত্যন্ত খুশিতে আবেগ্লাপুত হয়ে পড়ে এবং এ রকম কার্যক্রম যেন আগামীতেও অব্যাহত থাকে সেজন্য দোয়া ও ভালোবাসা প্রকাশ করেন তারা।

Katrina love for Bangladesh পরিবার পক্ষ থেকে বলা হয়, সমাজের চারপাশে যারা আছেন তাদের সামান্যতম সাহায্য-সহযোগিতা পেলে আগামী দিনে আরও বড় পরিসরে এ ধরণের সেবামূলক কার্যক্রম পরিচালনা করা সহজসাধ্য হবে বলে তারা মনে করেন। সেই সাথে সকলকে সাহায্য সহযোগিতা ও পরামর্শের জন্য-Kelvin Mandal, Katrina love for Bangladesh, www.katrinalovebd.org-যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877