শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৬:৫৪ পূর্বাহ্ন

বিএনপি নেতা আমিনুলসহ ৩ জনকে তুলে নেয়ার অভিযোগ

স্বদেশ ডেস্ক :
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২ নভেম্বর, ২০২৩

স্বদেশ ডেস্ক:

ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক এবং যুবদল ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব মিরাজসহ আরো দুজনকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

বৃহস্পতিবার (২ নভেম্বর) ভোরে গণমাধ্যমের কাছে এ অভিযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রিজভী জানান, হোটেল আমারির উল্টা পাশের বিল্ডিং থেকে রাত পৌনে ৪টার দিকে তাদের তুলে নিয়ে গেছে গোয়েন্দা পুলিশ।

এ সময় আমিনুল হকের গাড়ি চালক ও পল্লবী থানা যুবদল নেতা পল্লবকেও তুলে নিয়ে যায় বলেও অভিযোগ করেন তিনি।

এর আগে, রাত ৩টার দিকে আমিনুলের স্ত্রী ফোন গণমাধ্যম কর্মীদের জানান, তার স্বামীকে ঘিরে রেখেছে আইনশৃঙ্খলাবাহিনীর সদস্যরা এবং তাকে ফোনে পাওয়া যাচ্ছে না।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

এ জাতীয় আরো সংবাদ