স্বদেশ ডেস্ক:
সৌদি আরব এখন থেকে সরকা কাজে ইংরেজি ক্যালেন্ডার (গ্রেগোরিয়ান) ব্যবহার করবে। সৌদি মন্ত্রিসভা এই সিদ্ধান্ত নিয়েছে বলে সৌদি প্রেস অ্যাজেন্সি (এসপিএ) জানিয়েছে।
ক্রাউন প্রিন্স ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের সভাপতিত্বে মঙ্গলবার মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
তবে ইসলামি শরিয়ার সাথে সংশ্লিষ্ট ক্ষেত্রে হিজরি ক্যালেন্ডারের ব্যবহার অব্যাহত থাকবে।
উল্লেখ্য, সৌদি আরব ২০১৬ সালে দেশের সরকারি ও আইনগত কিছু কার্যক্রমে হিজরি ক্যালেন্ডারের বদলে ইংরেজি ক্যালেন্ডার ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিল।
সৌদি আব ১৯৩২ সালে প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে চান্দ্রভিত্তিক হিজরি ক্যালেন্ডার ব্যবহার করে আসছিল। তবে ইংরেজি ক্যালেন্ডার দ্বিতীয় ক্যালেন্ডার হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল।
হিজরি ক্যালেন্ডার ১২ মাসের হলেও চাঁদ দেখার ভিত্তিতে এতে প্রতি মাসে থাকে ২৯ থেকে ৩০ দিন। সাধারণত হিজরি ক্যালেন্ডার দিন হয় ৩৫৪টি। আর গ্রেগরিয়ান তথা ইংরেজি ক্যালেন্ডারে দিন থাকে ৩৬৫টি। অর্থাৎ হিজরি ক্যালেন্ডারে সাধারণত ১১টি দিন কম হয়।
সূত্র : সিয়াসত