বুধবার, ১৫ মে ২০২৪, ০৮:৫২ পূর্বাহ্ন

চার দেশের বাণিজ্য সুবিধা বাতিল করছেন বাইডেন

চার দেশের বাণিজ্য সুবিধা বাতিল করছেন বাইডেন

স্বদেশ ডেস্ক:

চার আফ্রিকান দেশের বাণিজ্য সুবিধা বাতিল করতে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। দেশগুলো হলো উগান্ডা, গিবন, নাইজার ও সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এই ঘোষণা দিয়েছেন।

আফ্রিকান গ্রোথ অ্যান্ড অপরচুনিটি অ্যাক্ট (এজিও) ২০০০-এর আওতায় যুক্তরাষ্ট্র সাব-সাহারা আফ্রিকার দেশগুলোকে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা দিয়ে থাকে। এই সুবিধা প্রত্যাহার করা হলে এই দেশগুলোর পণ্য যুক্তরাষ্ট্রে রপ্তানিতে শুল্ক দিতে হবে।

বাইডেন বলেন, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক ও উগান্ডায় মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ রয়েছে। নাইজার ও গ্যাবন গণতান্ত্রিক প্রক্রিয়ায় ব্যর্থ হয়েছে।

এই সিদ্ধান্তের ফলে এই দেশগুলোর অর্থনীতিতে ধাক্কা লাগবে বলে আশঙ্কা করা হচ্ছে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..

© All rights reserved © 2019 shawdeshnews.Com
Design & Developed BY ThemesBazar.Com
themebashawdesh4547877