স্বদেশ ডেস্ক:
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, ডিবি মঙ্গলবার রাতে রাজধানীর শাহজাহানপুর থেকে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলালকে গ্রেপ্তার করেছে।
ডিবির প্রধান হারুন-অর-রশিদ জানান, তাদের বিরুদ্ধে পুলিশ হত্যা মামলা রয়েছে। তাদের দুজনকে গ্রেপ্তার করে মিন্টো রোডে ডিবি কার্যালয়ে আনা হয়েছে।
এর আগে গত রোববার সকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেপ্তার করা হয়।