স্বদেশ ডেস্ক:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, যারা মানুষ হত্যা করে, খুন করে, তাদের সঙ্গে কোনো সংলাপ হতে পারে না।
বিএনপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘তারা পুলিশ হত্যা করল, সাংবাদিকদের মারধর করেছে। এই খুনিদের সঙ্গে আবার কিসের বৈঠক? খুনিদের সঙ্গে আবার কিসের আলোচনা?’
মঙ্গলবার (৩১ অক্টোবর) প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। সাম্প্রতিক বেলজিয়াম সফরের বিষয়ে জানাতে সংবাদ সম্মেলনে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এদিন সকালে প্রধান নির্বাচন কমিশনারের (ইসি) সঙ্গে বৈঠক করেন মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। বৈঠক শেষে রাষ্ট্রদূত সাংবাদিকদের বলেন, ‘যেকোনো পক্ষের রাজনৈতিক সহিংসতা গণতান্ত্রিক নির্বাচনে কোনো স্থান নেই। আমি আশা করি, সব পক্ষ শর্তহীনভাবে সংলাপে বসে সামনে দিকে এগোবে এবং অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের পথ খুঁজে নেবে।’
রাষ্ট্রদূতের বক্তব্যের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শেখ হাসিনা বলেন, ‘কার সঙ্গে সংলাপ করব। বিরোধী দল কে? সংসদীয় পদ্ধতিতে বিরোধী দলের সংজ্ঞা আছে। সংসদে যাদের নির্বাচিত প্রতিনিধি আছে, তারাই প্রকৃত বিরোধী দল। এর বাইরে বিরোধী দল গণ্য হয় না, আমেরিকাতেও হয় না।’
বিএনপির ২৮ অক্টোবরের মহাসমাবেশ কেন্দ্র করে সহিংসতার কথা উল্লেখ করে তিনি বলেন, ‘যারা এভাবে মানুষকে হত্যা করতে পারে, যারা আমাদের উন্নয়নের সমস্ত কর্মকাণ্ড ধ্বংস করতে পারে, তাদের সঙ্গে ডায়ালগ (সংলাপ)! সে (মার্কিন রাষ্ট্রদূত) বসে ডিনার খাক, সে বসে ডায়ালগ করুক।’