বিশ্বকাপের বাংলাদেশ দলকে নিয়ে টুইটারে ভবিষ্যৎবাণী করেছিলেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক ব্রেন্ডন ম্যাককালাম। বলেছিলেন পুরো আসর জুড়ে টাইগাররা কেবল একটি ম্যাচ জিতবে! এতেই টাইগার ভক্তদের মধ্যে হইচই পড়ে যায়। ম্যাককালামের সেই ভবিষ্যৎবাণী যে ভুল তা ওভালে প্রমাণ করে দিলে টাইগাররা। আর এর পরই নিজের ভবিষ্যৎবাণী ব্যাপারে নতুন মতামত দিলেন তিনি।
টুইট বার্তায় তিনি বলেন, ‘মন কেড়ে নেওয়ার মত পারফরম্যান্স দেখাল বাংলাদেশ, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে। আমি আশা করছিলাম দক্ষিণ আফ্রিকা জিতবে, কিন্তু বাংলাদেশ ভালো খেলেছে। আমার প্রেডিকশন সম্পর্কে বলব, এই অনুমানকে ভুল প্রমাণ করে দেওয়া বার্তাগুলোর জন্য ধন্যবাদ। এটাই হয়ত শেষ ভুল নয়। তবে শেষমেশ আমার প্রেডিকশন অনেকটা নির্ভুলই থাকবে। আমার প্রেডিকশনের বাইরে সবাই কিন্তু জিতে যেতে পারবে না!’
আগামী ৫ জুন ম্যাককালামের দেশের বিপক্ষেই টাইগারদের খেলা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ শেষে টাইগার কাপ্তান মাশরাফি তো ইঙ্গিত দিয়েই দিয়েছেন দ্বিতীয় ম্যাচে প্রথম ম্যাচে মতো জয় ছিনিয়ে নেওয়ার। এখন অপেক্ষা শুধু বাংলাদেশকে নিয়ে তার ভুল প্রেডিকশন আবারো ভুল প্রমাণ হয় কিনা!